আইপিএল সেরা একাদশে নেই কোনো ক্যারিবিয়ান

দীর্ঘ দিন আইপিএলে খেলেছেন তিনি এবি ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে জড়িয়ে আছে তার নাম। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার তার পছন্দের আইপিএলের সেরা একাদশ বাছাই করেছেন। প্রত্যাশিত ভাবেই সেই দলে আছেন বিরাট কোহলি। তবে নেই ক্রিস গেইলের নাম।
দিল্লি এবং বেঙ্গালুরুর হয়ে মোট ১৮৪টি ম্যাচ খেলেছেন ডিভিলিয়ার্স। যেখানে তিনি রান করেছেন ৫১৬২। ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত এই আসরে খেলা ডি ভিলিয়ার্সের তিনটি সেঞ্চুরি আছে। পাশাপাশি ৪০টি ফিফটিও করেছেন এই হার্ড হিটার ব্যাটার।
আইপিএলে লম্বা সময় খেলা এই ব্যাটার এবার সেরা একাদশ বেছে নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন সেই একাদশে। চেন্নাই থেকে রয়েছেন দুইজন। তবে ক্রিস গেইল বা রশিদ খানের মতো ক্রিকেটারকে বাদ পড়েছেন।
শুধু গেইল নয়, ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারকেই সেরা একাদশে রাখেননি ডি ভিলিয়ার্স। অর্থাৎ কায়রন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারেরা সুযোগ পাননি সেরাদের কাতারে।
ডি ভিলিয়ার্সের দলে ওপেন করবেন রোহিত শর্মা। সঙ্গে ম্যাথু হেডেন। তিনে খেলবেন বিরাট কোহলি। চারে সূর্যকুমার যাদব। ডিভিলিয়ার্স নিজে খেলবেন পাঁচে।
এর পর থাকবেন হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিংহ ধোনি। দুই পেসার হিসেবে ডিভিলিয়ার্স দলে নিয়েছেন জাসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গাকে। দুই স্পিনার হলেন যুবেন্দ্র চহল এবং ড্যানিয়েল ভেট্টোরি।
এইচজেএস