‘ছোট থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি, এখনও দেখছি’

২০২৩ সালের ডিসেম্বরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানকে। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করে চলেছেন। যার সুবাদে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সোহান। সবশেষ ২০২৩ সালে আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট খেলেছেন। এরপর আর সুযোগ পাননি তিনি।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশ এ দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছেন তিনি। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার কথা জানালেন সোহান। আজ (বুধবার) মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা (জাতীয় দলে সুযোগ পাওয়া) আমার হাতে না। এটা নিয়ে মন্তব্য করাও আমার ঠিক হবে না। যেখানে খেলছি, ভালো করার চেষ্টা করছি। চেষ্টা আছে নিজের আরও উন্নতি করার।’
ছোটবেলা থেকেই যে জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল, সেটি এখনও অক্ষুণ্ন আছে সোহানের, ‘বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় গর্বের ব্যাপার। সেখানে খেলার স্বপ্ন ছোট থেকেই দেখে আসছি, এখনও সেই স্বপ্ন দেখছি। যদি সুযোগ পাই, অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
নিজের খেলা এবং ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী ডানহাতি এই ব্যাটার জানান, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছে। এই ধারাবাহিকতা যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করি। যাতে আরও উন্নতি করা যায়। এখন আধুনিক ক্রিকেটে খেলতে গেলে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে হবে। ওই চেষ্টাই ভালোভাবে করতে চাই ইনশাআল্লাহ।’
এসএইচ/এএইচএস