‘অনেকের সঙ্গেই যোগাযোগ করেছি’, কোথাও সুযোগ না পাওয়ায় হতাশ মুনিম

সবশেষ এনসিএল টি-টোয়েন্টির আসরে ঢাকা মেট্রোর হয়ে খেলেছিলেন মুনিম শাহরিয়ার। তবে এবার দলটির ৩০ জনের প্রাথমিক তালিকায় নাম নেই তার। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেলা এই ক্রিকেটার ঘরোয়া টুর্নামেন্টেও জায়গা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে মুনিম বলছিলেন, 'ঢাকা মেট্রোতে গতবার ক্যাম্প করেছি। কিন্তু এবার ৩০ জনের লিস্টেই নাম নেই। মনে হয় না এবার (আমাকে) দেখা যাচ্ছে। গতবার ফিটনেস ক্যাম্প করেছি। ইয়ো ইয়ো টেস্ট দিয়েছি। এবার সেটাও হচ্ছে না। ঢাকা ডিভিশন এবং ঢাকা মেট্রো কোথাও খেলা হচ্ছে না যেটা আমার জন্য খুবই পীড়াদায়ক।'
পরে আক্ষেপ করে মুনিম বলেন, 'আমার জাতীয় দলে কামব্যাক করার উপায় হচ্ছে ঘরোয়া লিগ। ঘরোয়া লিগেও যদি ৩০ জনের মধ্যে নাম না থাকে তাহলে আমার খেলাটাই কঠিন হয়ে যায়। কারণ আমি তো কোনো সুযোগ পাচ্ছি না। গত বছর আমাকে চার দিনের টেস্টে খেলানো হয়নি। বলা হয়েছিল টি-টোয়েন্টিতে খেলাবে; টি-টোয়েন্টির মতো করে প্রস্তুতি নিতে। দল যখন দিল (এনসিএলের) দেখলাম আমি নাই। তখন জনৈক নির্বাচকের সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে বলেন, “কিছু কিছু খেলোয়াড়রা তো সবসময় টেস্টই খেলে৷ আমরা চাচ্ছি ওদেরকে টি-টোয়েন্টি খেলার সুযোগ দিতে।” তাহলে আমার সুযোগটা কই, আমাকে কি ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে?’

সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর পাননি মুনিম, 'অনেকের সঙ্গেই যোগাযোগ করেছি। কিন্তু ঠিকঠাক কোনো উত্তর পাইনি। জিজ্ঞেস করেছি, আমি নেই কেন, ৩০ জনের মধ্যে থাকার ক্রাইটেরিয়া কী। কারণ আমি বিপিএলের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছি, ডিপিএলে প্রথম দিকে সুযোগ পাইনি। তবুও মোহামেডানের বিপক্ষে যাদের বোলাররা বেশিরভাই জাতীয় দলের, তাদের বিপক্ষে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছি। ওই ম্যাচে আমার রান ছিল সর্বোচ্চ। অনেকের সঙ্গেই যোগাযোগ করেছি। তবে কারো থেকেই ভালো রেসপন্স পাইনি।'
এসএইচ/এফআই