ক্রসেই ‘সর্বনাশ’ আবাহনীর

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে আবাহনী হোম ম্যাচে পরাজিত হয়েছে। কাগজে-কলমে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড এগিয়ে ছিল। মাঠেও সেটা প্রমাণ হয়েছে। ২-০ গোলে জিতে মুরাস মূল পর্বে খেলবে।
কিরগিজ ক্লাবের ফুটবলাররা দীর্ঘদেহী। তারা বক্সে ক্রস করে আক্রমণে সিদ্ধহস্ত। প্রথমার্ধে আবাহনী তাদের ভালো মতোই রুখেছিল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে ক্রস থেকেই গোল হজম করে মারুফের দল। এ নিয়ে আবাহনীর কোচ মারুফুল হক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিলেন, 'প্রথমার্ধে পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আল আমিন প্রথমার্ধে এক্সটা এফোর্ট দিয়েছিল। এজন্য দ্বিতীয়ার্ধে ক্লান্ত ছিল। দ্বিতীয়ার্ধের প্রথম ক্রসেই গোল কনসিড হয়েছে।’
গোল হওয়ার পর মুরাস আবাহনীর উপর চড়াও হয়। আবাহনী সমতা আনার সুযোগ পেয়েও পারেনি। পরবর্তীতে একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও খেলার ধারায় খুব বেশি পরিবর্তন আসেনি। এ নিয়ে মারুফের মন্তব্য, 'আসলে আমার রিসোর্স সীমিত। এটাকিং ফুটবল খেলতে যে ধরনের ব্যাকআপ লাগে সেটা আমাদের নেই।'
কিরগিজস্তান জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দল হেরেছে একাধিকবার। ক্লাব পর্যায়েও জয়ের রেকর্ড নেই বাংলাদেশের ক্লাবের। আজকের ম্যাচের ফলাফলের পরও আবাহনীর কোচ অকপটে স্বীকার করেছেন, 'তারা আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। তাদের কোয়ালিটিফুল খেলোয়াড়ও বেশি।'
মুরাস ইউনাইটেডে ইউক্রেনের একাধিক ফুটবলার খেলেছেন। সেখানে আবাহনীর একমাত্র বিদেশি সুলেমান দিয়াবাতে। দুই দিনের অনুশীলনে তিনি আজ এএফসি’র ম্যাচ খেলতে নেমেছেন। দিয়াবাতের পারফরম্যান্সে সন্তুষ্ট মারুফ, 'সে ভালোই খেলেছে। মোহামেডানে গত সিজনে যেমন খেলেছিল সেই তুলনায় আজ প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছে।' মুরাসের কোচ সার্গেইও দিয়াবাতের প্রশংসা করে বলেন, 'সে ভালো মানের স্ট্রাইকার। বল থামানো, শুটিং সব কিছুতেই দক্ষতা রয়েছে।'
মুরাস ইউনাইটেড মাত্র দুই বছরের ক্লাব। এর মধ্যেই কিরগিজ লিগের চ্যাম্পিয়ন হয়েছে গত মৌসুমে। সেই সুবাদে এবার এএফসির আসরে খেলছে। প্রথম অংশগ্রহণেই প্লে অফ থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে। মূল পর্বেও ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন কোচ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুরাস কোচ প্রতিপক্ষ আবাহনী নিয়ে বলেন, 'আমরা ঘরোয়া লিগ খেলছি, খেলার মধ্যে থাকায় একটা সুবিধা পেয়েছি। আবাহনী এখনো ঘরোয়া লিগ শুরু করেনি। গরম আদ্র আবহওয়ায় খেলতে আমাদের সমস্যা হয়েছে।'
এজেড/এইচজেএস