এবার আইপিএল থেকেও ভারতীয় তারকার অবসর ঘোষণা

২০২৪ সালের ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। যদিও এরপর তিনি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছিলেন। এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত জানালেন অশ্বিন। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
আইপিএল থেকে বিদায় নেওয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ খুলে গেল অশ্বিনের সামনে। তেমনই ইঙ্গিত রয়েছে তার বার্তায়, ‘সবাই বলেন– প্রতিটি শেষই নতুন শুরুর বার্তা, আজ আমার আইপিএল ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটল। একইসঙ্গে বিভিন্ন লিগে “এক্সপ্লোরার” হিসেবে আমার যাত্রাও আজ শুরু হচ্ছে।’
আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি (১৮৭) হিসেবে বিদায় নিচ্ছেন অশ্বিন। যার শুরুটা করেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে, তাদের জার্সিটাই সর্বশেষ আসরে তিনি জড়িয়েছিলেন। মাঝে খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবে। এর আগে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭) হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।
— Ashwin (@ashwinravi99) August 27, 2025
২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল অশ্বিনের। ২০১০–১১ সালে টানা দু’বার শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই দুই আসরে যথাক্রমে ১৩ ও ২০ উইকেট নিয়েছিলেন অশ্বিন। ৯.৭৫ কোটি রুপি পারিশ্রমিকে তিনি ২০২৪ আইপিএল দিয়ে ফের চেন্নাইয়ে ফিরেছিলেন। যেখানে ৯ ম্যাচে ৭ উইকেট শিকার করে কিছুটা ব্যাকফুটেই ছিলেন এই অভিজ্ঞ তারকা। নতুন মৌসুম শুরুর আগে চেন্নাই ও অশ্বিনের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায়। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি।
আরও পড়ুন
ভারতীয় ক্রিকেটারদের বিদেশি কোনো লিগে খেলার অনুমতি নেই। সে কারণে অবসর নিয়ে বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পা ফেলতে দেখা গেছে দীনেশ কার্তিক ও সুরেশ রায়নাদের। সম্প্রতি ৩৭ বছর বয়সী চেতশ্বর পূজারাও ‘সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর’ নিয়েছেন। অশ্বিনও সম্ভবত এখন হাঁটতে চলেছেন সেই পথে। তার বার্তায়ও তেমনই ইঙ্গিত রয়েছে।
এএইচএস