ওমানের বিপক্ষে যারা খেলবেন বাংলাদেশের হয়ে

বাংলাদেশ দল কাতার যাওয়ার পর থেকে ফুটবলপ্রেমীদের প্রশ্ন ছিল ডিফেন্ডার ইয়াসিন আরাফাত নেই কেন? গত দুই ম্যাচে কোচ জেমি ডে দ্বিতীয়ার্ধে দশ জন ফুটবলার পরিবর্তন করলেও ইয়াসিন আরাফাতকে খেলাননি। কার্ডজনিত সমস্যায় আজ তিন জন দলে নেই। ডিফেন্ডার রহমত মিয়া সাসপেনশনে থাকায় ইয়াসিনকে আজ বাধ্য হয়েই খেলাচ্ছেন কোচ জেমি ডে।
ইয়াসিন আরাফাত ঘরোয়া লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে নিয়মিত খেলেছেন। রহমতও ছিলেন তার সঙ্গী। রহমত জাতীয় দলে নিজে জায়গা পাকা করলেও কোচের কৌশল ও ফরমেশনের জন্য সাইড বেঞ্চেই কাটাতে হয় ইয়াসিন আরাফাতের।
সাসপেনশনের জন্য নেই বিপলু আহমেদ ও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াও। ইনজুরির জন্য নেই ডিফেন্সিভ মিডফিল্ডার মাসুক মিয়া জনি। এই তিন জনের পরিবর্তে আজ একাদশে প্রবেশ করেছেন রিমন হোসেন, আব্দুল্লাহ ও ইব্রাহিম। ইব্রাহিম ভারতের বিরুদ্ধে বদলি হিসেবে খেলেছিলেন।
ইনজুরি, সাসপেনশনের জন্য কোচ জেমি ডের হাতে বিকল্প আজ খুবই কম। গোলরক্ষক বাদে মাত্র ছয় জন আউটফিল্ড প্লেয়ার রয়েছেন তার হাতে। সীমিত ফুটবলারদের কীভাবে ব্যবহার করবেন জেমি সেটাই দেখার বিষয়।
ওমানের বিরুদ্ধে প্রথম লেগে বাংলাদেশ ৪-১ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় লেগের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই নিয়মরক্ষার হলেও ওমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ফলাফলের উপর বিশ্বকাপ বাছাইয়ে খেলা না খেলা নির্ভর করবে তাদের।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ ( অধিনায়ক ), রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, তারিক কাজী, মানিক মোল্লা, মোঃ আব্দুল্লাহ, রাকিব হোসেন, মোঃ ইব্রাহিম ও মতিন মিয়া।
ইয়াসিন আরাফাত, রিমন, আব্দুল্লাহ
এজেড/ এমএইচ