চেষ্টা করাটাই আসল, জিততে কেউ বাধ্য না : ব্রাজিল কোচ

লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন কার্লো আনচেলত্তি। অনেকটাই মাদ্রিদের ঘরের ছেলেতে পরিণত হয়েছিলেন এই ইতালিয়ান কোচ। তবে বছর খানেক আগে সেই সম্পর্কের ইতি টেনেছেন তিনি। বর্তমানে ব্রাজিলের প্রধান কোচ হিসেবে কাজ করা আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিল ছাড়লে রিয়ালে ফিরতে পারেন তিনি।
ব্রাজিলের খারাপ সময়ে দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। তিনি যখন কোচ হয়ে ব্রাজিলে যান তখন বিশ্বকাপের সবচেয়ে সফল দলটার আসন্ন বিশ্বকাপ খেলা ছিল অনিশ্চিত। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। তবে এখনো নিজেদের সেরা সময় ফিরে পায়নি তারা।
ব্রাজিলে এখনো পর্যন্ত আনচেলত্তির পারফরম্যান্স খুব একটা খারাপ না। সব ঠিক থাকলে ব্রাজিলের সঙ্গে তার পথচলা আরো লম্বা হতে যাচ্ছে তা বলাই যায়। তবে যদি কখনো ব্রাজিল ছাড়েন তাহলে আবারো রিয়ালের ডাগ আউটে দাঁড়াতে চান আনচেলত্তি।
তিনি বলেন, ‘ব্রাজিলের পর আমি শুধু রিয়াল মাদ্রিদকেই কোচিং করাতে পারি। তবে আমার মনে হয়, সেটি আর হবে না। এখানে আমার এক বছরের চুক্তি আছে, এরপর যেকোনো কিছু ঘটতে পারে। আমি এক বছরের জন্য সই করেছি; কারণ, আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।’
বিশ্বকাপের টিকিট পেলেও নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে বাছাই পর্ব পার করেছে ব্রাজিল। তাই কিছুটা হলেও চাপে থাকার কথা আনচেলত্তির। তবে জানালেন তিনি নির্ভার। আনচেলত্তি বলেছেন, ‘চেষ্টা করাটাই আসল, জেতাটা নয়। ফুটবলে কে বাধ্য জেতার জন্য?’
এইচজেএস