১২ মিনিটের সংবাদ সম্মেলনে একবারও পাকিস্তানের নাম নিলেন না সূর্যকুমার

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নামার আগে নিয়ম মেনে শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছে ভারত। যেখানে হাজির ছিলেন দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব। সব মিলিয়ে ১২ মিনিট সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ার দলটি নিয়েও প্রশ্ন আসে তার কাছে। তবে ১২ মিনিটের মাঝে একবারও পাকিস্তানের নাম মুখে নেননি তিনি।
সংবাদ সম্মেলনে সূর্যকুমারকে পাকিস্তান ম্যাচ নিয়ে অন্তত ছয়টি প্রশ্ন করা হয়। সবগুলোর উত্তরও দিয়েছেন তিনি। কিন্তু নিজের মুখে একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি। এর বদলে ‘ওরা’, ‘ওদের’, এই জাতীয় শব্দ দিয়েই বিপক্ষ দলকে বর্ণনা করেছেন সূর্য। সেই সঙ্গে জানিয়েছেন, ১৪০ কোটি ভারতবাসীর রোববারটা দারুণ কাটবে।
গ্রুপ পর্বে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে কয়েকজন ভারতীয় ক্রিকেটার প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। সুপার ফোরে আবার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে সতীর্থদের প্রতি হাসতে হাসতে সূর্যের পরামর্শ, “ঘরের দরজা বন্ধ করো। ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ো। এটাই সবার সেরা।”

এরপরই কিছুটা সিরিয়াস ভারতের অধিনায়ক। তিনি বলেন, “দেখুন, বলা যতটা সহজ কাজে করা ততটা সহজ নয়। অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়, একসঙ্গে নৈশভোজে যাই। দলের অনেকে আছে যারা এসব করতে ভালবাসে। কাজটা কঠিন। তবে আপনি কী করবেন, কার কথা শুনবেন, মন কী বলছে এগুলোর উপরেও অনেক কিছু নির্ভর করে।”
সূর্যের সংযোজন, “সতীর্থদের কাছে একটা কথা স্পষ্ট বলে দিয়েছি। এই টুর্নামেন্টে ভাল কিছু করতে হলে সবার আগে বাইরের আওয়াজ শোনা বন্ধ করে দিতে হবে। নিজে কোনটা চাও সেটা বুঝে নিতে হবে। পুরোপুরি আওয়াজ বন্ধ করতে বলিনি। কিন্তু যেটা ভাল শুধু সেটাই শোনা উচিত। এটুকু বলতে পারি, মানসিকভাবে সবাই ভাল জায়গায় রয়েছে।”

সূর্যকুমারকে যতবারই ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছে, ততবারই তিনি ক্রিকেটীয় লড়াইকে টেনে এনেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়, রোববার করমর্দন করবেন কি না। সূর্য বলেন, “দুই দলের মধ্যে ব্যাট-বলের ভাল লড়াই হবে। আগ্রাসী মানসিকতার লড়াই হবে। স্টেডিয়াম ভর্তি থাকবে। তাই দুই দলই অনেক সমর্থন পাবে। দেশের হয়ে সেরাটা দেওয়া এবং মানুষকে বিনোদন দেওয়াই আমাদের লক্ষ্য।”
ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে যে শত্রুতা জড়িয়ে রয়েছে, তা নিয়েও সূর্যকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “সেই সময়ের কথা জানি না। আমি তো ওই ম্যাচে খেলিনি। জানি না কী ধরনের শত্রুতার কথা আপনারা বলছেন। মাঠে গিয়ে দেখি স্টেডিয়াম পুরো ভর্তি রয়েছে কি না। স্টেডিয়াম ভর্তি থাকলে দলকে বলি, এবার আমাদের বিনোদন উপহার দেওয়ার সময় এসেছে।”
এএল