বিব্রতকর রেকর্ড গড়ে ৬৯ রানে অলআউট, ইংলিশদের কাছে বড় হার আফ্রিকার

প্রথম ৯ রান নিয়ে শুরু। দ্বিতীয় ওভারে মেডেন উইকেট। এরপর উইকেটের মিছিল নিয়ে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইংল্যান্ডের বিপক্ষে তাদের বিপর্যয় থামে মাত্র ২০.৪ ওভারে। যা নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন ওভার খেলার রেকর্ড। লক্ষ্য তাড়ায় মাত্র ১৪.১ ওভারে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড।
চলমান ওয়ানডে বিশ্বকাপে আজ (শুক্রবার) ছিল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড নারী দলের প্রথম ম্যাচ। এর আগে থেকেই ইংলিশদের বিপক্ষে দারুণ বিপর্যস্ত পরিসংখ্যান ছিল প্রোটিয়া মেয়েদের। তাদের সঙ্গে ওয়ানডেতে সর্বশেষ ৭ দেখায় ৬টিতেই জিতেছে ইংল্যান্ড। এদিন ৮ ম্যাচে সপ্তম জয়ও নিশ্চিত করেছে। আফ্রিকান দেশটির বিপক্ষে বিশ্বকাপেও ইংল্যান্ড নারী দল অধিপত্য করছে ৭-২ ব্যবধানে।
এদিন আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক লরা উলভার্ট। ৯ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই বিদায় নেন আরও ৬ ব্যাটার। সতীর্থদের যাওয়া আসার এই মিছিলে কেবল ব্যতিক্রম ছিলেন সিনালো জাফটা। তার ব্যাটে আসা ২২ রান প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এর আগে-পরে আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ২০.৪ ওভারেই ৬৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এর চেয়ে কম ওভার খেলে অলআউটের নজির আছে কেবল একটি। ১৯৯৭ আসরে বিশ্বকাপের সর্বনিম্ন রানে (২৭) অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ার পথে পাকিস্তান মাত্র ১৩.৪ ওভার ব্যাট করেছিল। তাদের পরই আছে প্রোটিয়া মেয়েরা। যা ওয়ানডেতে দলটির দ্রুততম সময়ে অলআউটের রেকর্ডও। এ ছাড়া ওয়ানডেতে ৬৯ রান দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বনিম্ন।
স্বভাবতই তাদের ওপর ছড়ি ঘুরিয়েছে ইংলিশ বোলাররা। এর মধ্যে ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ। এ ছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন ন্যাট শাইভার ব্রান্ট, সোফি এক্লেস্টন ও চার্লি ডিন।

লক্ষ্য তাড়ায় নেমে দাপুটে ব্যাটিং করেছে ইংল্যান্ড। ১৪.১ ওভারেই তারা কোনো উইকেট না হারিয়ে তারা ৭৩ রান তুলে বড় জয় নিশ্চিত করেছে। এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে তারা ১০ উইকেটে ওয়ানডেতে হারাল। তবে এর আগে একবার এমন হারের অভিজ্ঞতা ছিল প্রোটিয়াদের। ইংলিশদের পক্ষে অ্যামি জোন্স সর্বোচ্চ ৪০ এবং ট্যামি বিউমন্ট ২১ রান করেন। ম্যাচটিতে দুই দল মিলিয়ে করেছে ১৪২ রান। যা নারী ওয়ানডেতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে সম্মিলিতভাবে সর্বনিম্ন।
এএইচএস