ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে বিসিবি পরিচালক হতে যাচ্ছেন যারা

বিসিবি নির্বাচনের তারিখ অন্তিম মূহুর্তে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। তবে তার আগে আলোচনায় নাম প্রত্যাহার করা প্রার্থীরা। গতকালও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন ঢাকার ক্লাব কাউন্সিলরা। দাবি না মানলে ক্লাব ক্রিকেট বয়কটের হুমকিও দিয়ে রেখেছেন তারা।
ক্রীড়া উপদেষ্টার কাছে যে তিনটি দাবি করেছেন কাউন্সিলররা, তা হলো- পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় বৃদ্ধি করা (পেছানো), অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন এবং বর্তমান নির্বাচন কমিশন কিংবা নতুন গঠিত কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।
গেল বুধবার প্রার্থীতা প্রত্যাহারের পর সবমিলিয়ে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সবমিলিয়ে ১৬ জন ছিলেন। এর মধ্যে গতকাল সরে দাঁড়িয়েছেন ২ জন, তাহলে থাকলো ১৪ জন। সেখান থেকে ২ জন বাদ গিয়ে পরিচালক হবেন ১২ জন। কারা বাদ যাবেন সেটাও এক প্রকার নিশ্চিত করে বলা যায়।

সেই হিসেবে ক্যাটাগরি-২ থেকে যে ১২ জন পরিচালক হতে যাচ্ছেন:
ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মুকছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা, এম নাজমুল ইসলাম, মো. মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।
এদিকে কাটাগরি ১ (বিভাগ-জেলা) থেকে বোর্ড পরিচালক হতে যাচ্ছেন যারা-
খুলনা- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
চট্টগ্রাম- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর
ঢাকা- আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম। আরেক প্রার্থী রেদোয়ান ফুয়াদ আজ প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন
সিলেট- রাহাত শামস
বরিশাল- শাখাওয়াত হোসেন
এদিকে ক্যাটাগরি ৩ থেকে লড়াই করবেন খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল। যেখানে ভালো একটা লড়াইয়ের আবাহাওয়া দেখছেন সবাই।
এসএইচ/এএল