আগের ম্যাচের ভুল শুধরে নিউজিল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতের মাটিতে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হেরেছে টাইগ্রেসরা। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন নাহিদা আক্তার।
নাহিদা বলছিলেন, ‘গত ম্যাচে কিন্তু আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, বোলিং বিভাগ হিসেবে আমরা খুব ভালো করেছি। একই ফোকাস থাকবে। ব্যাটাররাও ভালো করেছে। তারা যে খারাপ করছে তা নয়। হয়তো ২-১ জন আরেকটু ভালো করলে, রানটা আরেকটু বেশি হতে পারত। আমরা আগামীকালের ম্যাচ নিয়ে চিন্তিত। আগামীকালের ম্যাচটা কীভাবে খেলব সেটা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
‘গত ম্যাচটা এখন অতীত। আমরা চাইলেও ফেরাতে পারব না। এখন আমাদের সামনের যে ম্যাচ, সেটা নিয়েই মনোযোগ দিচ্ছি। নির্দিষ্ট করে কাউকে নিয়ে চিন্তা করছি না। দল হিসেবে আমরা কীভাবে ভালো ব্যাটিং, বোলিং করতে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করছি’, আরও যোগ করেন অভিজ্ঞ এই স্পিনার।
আরও পড়ুন
ইংলিশ মেয়েদের বিপক্ষে ম্যাচ অতীত বললেও ফের নিজেদের দুর্বলতা উল্লেখ করে নাহিদা বলেন, ‘আমার মনে হয়, লাস্ট যে ম্যাচটা ছিল, শুরুতে উইকেট পড়ে যাওয়ায় আমরা কিছু ডট খেলে ফেলেছি। আমাদের পরের যে ব্যাটাররা ছিল, সোবহানা খুব ভালো ইনিংস খেলেছে। আমাদের সব ব্যাটাররাই খুব ভালো খেলছে। হয়তো ২-১টা জায়গায় কলাপ্স করছি। সেটা নিয়ে আমরা কাজ করছি। পরবর্তী ম্যাচ থেকে আমাদের ব্যাটাররা আরও ভালো করবে।’
কিউইদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং জানিয়ে নাহিদা বলেন, ‘বিশ্বকাপের প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। এখানে সহজ বলতে কিছু নেই। সবসময়ই কঠিন পরিস্থিতিই পার করতে হবে। কারণ কোনো দলই সহজ কিছু দেবে না। তাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। গত ম্যাচে যেভাবে খেলেছি, এর চেয়ে একটু ভালো খেলতে পারলে আমার মনে হয় ভালো কিছুই হবে।’
বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় বেশ এগিয়ে ইংলিশ মেয়েরা। তাদের বিপক্ষে ১৭৮ রান ডিফেন্ড করাটা কঠিনই। তবুও বোলাররা আশা দেখান টাইগ্রেসদের। তাদের আরও ভালো করা দরকার ছিল বলে মনে করেন সেদিন উইকেটশূন্য থাকা নাহিদা, ‘আমার মনে হয়, গত ম্যাচে আমরা দল হিসেবে ভালো খেলেছি। আমাদের আরেকটু ভালো করার জায়গা ছিল। আমাদের বোলাররা আর একটু ভালো করলে হয়তো ম্যাচটা আমাদের পক্ষে চলে আসত। তাই আমাদের ফোকাস থাকবে পরের ম্যাচে যেন আরও ভালো বোলিংটা করতে পারি।’
এসএইচ/এএইচএস