প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল নারী ও শিশু বিষয়ক অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য বাংলাদেশি সাংবাদিকদের পুরস্কার দিয়েছে। পুরস্কারের নাম ‘প্ল্যান ইন্টারন্যাশনাল গণমাধ্যম পুরস্কার’। অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে প্রকাশিত ও প্রচারিত নারী-শিশু বিষয়ক রিপোর্টের ওপর প্ল্যান ইন্টারন্যাশনাল এ পুরস্কার দিয়েছে। এবার ১০৭ জন প্রতিযোগী ২১৪টি কনটেন্ট জমা দেন। যার মধ্যে ৪১ জনের ৫১টি কনটেন্ট প্রাথমিক ধাপে পুরস্কারের জন্য মনোনীত হয়। পরবর্তী ধাপে ১৫ জনের ১৫টি কনটেন্ট নির্বাচিত হয়। ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের ক্রীড়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার মধ্যে নারীদের অংশগ্রহণ ও সাফল্যের বিষয়গুলো প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছেন। যা তাকে পুরস্কার এনে দিয়েছে।
আরও পড়ুন
ক্রীড়া বিষয়ক রিপোর্টিংয়ের জন্য আরাফাত জোবায়ের এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০২১ ও ২০২৪ সালে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান তিনি। ২০২১ সালে প্রিন্ট-অনলাইন ক্যাটাগরিতে সেরা ক্রীড়া রিপোর্টার এবং ২০২৪ সালে সব অনলাইনের মধ্যে তার রিপোর্ট দ্বিতীয় স্থান অর্জন করে। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা রানার আপ পুরস্কার পান জোবায়ের। বর্ষসেরার পাশাপাশি দুই বছরেই এক্সক্লুসিভ, সাক্ষাৎকার, সিরিজ ক্যাটাগরিতে একাধিক সেরার স্বীকৃতি পান তিনি।

দেশের গন্ডি পেরিয়ে টানা তিন বছর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন আরাফাত জোবায়ের। মহিলা ক্রীড়া সংস্থার ওপর তার ধারাবাহিক প্রতিবেদন ২০২২ সালে এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডে এশিয়া মহাদেশের মধ্যে ইয়ুথ রিপোর্টার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। ২০২৩ সালে বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত নিয়ে করা তার রিপোর্ট এশিয়া মহাদেশের রাইটিং কলাম ক্যাটাগরিতে শীর্ষ দশে স্থান পায়। ২০২৪ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর করা তার রিপোর্ট বৈশ্বিককভাবে ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ ও বৈচিত্র্য হিসেবে আলাদা স্বীকৃতি পায়।
আরও পড়ুন
মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আরাফাত জোবায়ের। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ক্রীড়া সাংবাদিকতা করছেন। দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদে আট বছর ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করার পর ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে ঢাকা পোস্টে সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করছেন তিনি। তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক।
এএসএস/এসএম