ঝড় তুলে হাসানুজ্জামানের সেঞ্চুরি

দিনটা আসলেই মোহাম্মদ হাসানুজ্জামানের। ব্যাট হাতে যা করতে চাইলেন তাই হলো। চার ছক্কার ঝড় উঠল বিকেএসপির ৩ নম্বর মাঠে। চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) দেখল দ্বিতীয় শতরান। ৪৮ বলে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ওপেনার মোহাম্মদ হাসানুজ্জামান।
সোমবার রেলিগেশন ম্যাচে ওল্ড ডিএইচএসের বিপক্ষে দেখা মিলল হাসানুজ্জামানের ব্যাটে ঝড়। তিনি চলমান ঢাকা লিগে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হাঁকালেন সেঞ্চুরি। এর আগে প্রথম পর্বের খেলায় সেঞ্চুরি করেন ব্রাদার্সের অধিনায়ক মিজানুর রহমান। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৬৫ বলে তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারে পা রাখেন তিনি।
এবার হাসানুজ্জামান তার চেয়ে কম বল খেলে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত শতক। তার টর্নেডো ইনিংসে সোমবার নির্ধারিত ২০ ওভার শেষে পারটেক্স স্পোর্টিং তুলে ১৭৬ রান। তবে ম্যাচটা জেতা হয়নি। এর আগে ব্যাট করতে নেমে ওল্ড ডিএইচএস তুলেছিল ২ উইকেটে ১৯৯ রান।
হাসানুজ্জামানের আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে শতরান করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল (৩টি), এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত (২টি), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও মিজানুর রহমান।
এটি/এমএইচ