কিংসের ফুটবলাররা ক্যাম্পে, নেপালের ফুটবলারের সঙ্গে ক্যাবরেরার অনুশীলন

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। আজ রাতে বাংলাদেশের টিম হোটেলে ক্লাবটির দশ জন ফুটবলার ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেন। তাতে এখন জাতীয় দলের ক্যাম্পে ফুটবলার সংখ্যা ২৫ জন। ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী ও কানাডা থেকে সামিত সোমের আসার কথা ১০ ও ১১ নভেম্বরে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ ফর্টিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। কিংস অ্যারেনায় ৩৫ মিনিটের দুই অর্ধের সেই ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছে। ফর্টিজের অন্যতম ফুটবলার নেপালের অনন্ত তামাং। বাংলাদেশ এই তারকা ফুটবলারের দেশের বিপক্ষে ঢাকায় ১৩ নভেম্বর খেলবে। সেই প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে আগেই ম্যাচ খেললেন বাংলাদেশের ফুটবলাররা।
হ্যাভিয়ের ক্যাবরেরা ৪ নভেম্বর থেকে দলের অনুশীলন করাচ্ছেন। প্রথম দিন তিনি মিডিয়া সেশন রেখেছিলেন। এরপর টানা তিন দিন মিডিয়াকে অবরুদ্ধ রেখেছেন। মিডিয়াকে তিনি অবরুদ্ধ রাখেন অথচ যার বিপক্ষে ম্যাচ, সেই দলের ফুটবলারের সঙ্গে তিনি অনুশীলন ম্যাচের সূচি ঠিক করেন। কিংসের ফুটবলার ছাড়া বাংলাদেশ দল অপূর্ণাঙ্গ, এরপরও বাংলাদেশের কৌশল-সামর্থ্য বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না নেপালের অভিজ্ঞ ফুটবলার অনন্তর।
বাংলাদেশ দল ম্যাচ খেলবে জাতীয় স্টেডিয়ামে। এত দিন সেখানে অনুশীলন করে আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে কিংস অ্যারেনায়। কোচ ক্যাবরেরার পরিকল্পনা বোঝা ভারি দায়!
এজেড/এফএইচএম