হ্যাভিয়ের ক্যাবরেরা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ স্পেনের হ্যাভিয়ের ফেরনান্দেজ ক্যাবরেরা (Javier Fernández Cabrera)। ২০১৩ সালে কাবরেরা ভারতীয় ফুটবল ক্লাব গোয়া যুব দলের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন। একই সময়ে তিনি মূল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। গোয়া যুব দলের হয়ে দুই মৌসুম ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি রায়ো মাহাদায়োন্দায় ম্যানেজার হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি নর্দার্ন ভার্জিনিয়া বার্সেলোনা অ্যাকাডেমি এবং দেপোর্তিভো আলাভেস অ্যাকাডেমির ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ২০২২ সালের ৮ই জানুয়ারি তারিখে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মারিও লেমোসের কার্যকাল সমাপ্ত হওয়ার পর, তিনি বাংলাদেশের ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছেন।
সম্পর্কিত আরও বিষয়: