‘এই মাইলফলক তোর চেয়ে বেশি কেউ ডিজার্ভ করে না’

বাংলাদেশের ক্রিকেটে ১০৮তম ক্যাপ গত আয়ারল্যান্ড টেস্টে পরেছেন হাসান মুরাদ। দেশের টেস্ট ক্রিকেটে শতাধিক ক্রিকেটারের অভিষেক হয়েছে, কিন্তু তাদের মধ্যে কেবল একজন অনন্য। এক অভিজাত মাইলফলকে নাম লেখাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে অভিষেক, এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার তার। আগামীকাল প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন। এমন মুহূর্তে তাকে শুভকামনা আর প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে।
মুশফিকের দীর্ঘ দিনের সতীর্থ তামিম ইকবাল। এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে খেলেছেন তারা দুজন। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারের অবিস্মরণীয় অর্জনের সামনে দাঁড়িয়ে তামিমের শুভকামনা পেলেন মুশফিক।

ফেসবুক পেজে সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’
তিনি আরো বলেন, ‘তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’
এফএইচএম/