টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাকিরা কে কোথায়?

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ফেব্রুয়ারি-মার্চে হবে ২০ দলের এই প্রতিযোগিতা। আইসিসির মেগা ইভেন্টটির ড্র অনুষ্ঠিত হবে চলতি নভেম্বরের ২৫ তারিখ, ভারতের মুম্বাইতে। ফলে কে কোন গ্রুপে পড়ছে তা জানতে দিন দুয়েকের অপেক্ষা। তবে সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার নিরিখে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস করছে আইসিসি। মোট চারটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রথম দু’টি দল উঠবে সুপার এইট-এ।
টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় ভারত রয়েছে এক নম্বরে। সূর্যকুমার যাদবদের সঙ্গে একই গ্রুপে থাকবে ক্রমতালিকায় সাত নম্বরে থাকা পাকিস্তান, ১৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ১৫ নম্বরে থাকা নামিবিয়া এবং ১৮ নম্বরে থাকা আমেরিকা। ভারত এবং পাকিস্তান ছাড়া আর কোনও টেস্ট খেলুড়ে দেশ থাকবে না এই গ্রুপে।

অন্যদিকে, শ্রীলঙ্কার গ্রুপে থাকবে চারটি টেস্ট খেলুড়ে দেশ। ক্রমতালিকায় আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) এবং ওমান (২০)। ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ (৬), বাংলাদেশ (৯), নেপাল (১৭) এবং ইতালি।
বাছাইপর্ব পেরিয়ে আসা ইতালি ক্রমতালিকায় ২৮ নম্বরে রয়েছে। গত বিশ্বকাপের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্বে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে। ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা প্রোটিয়াদের খেলতে হবে নিউজিল্যান্ড (৪), আফগানিস্তান (১০), সংযুক্ত আরব আমিরাত (১৬) এবং কানাডার (১৮) সঙ্গে।
আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই ছাড়াও কলকাতা এবং চেন্নাইয়ে হবে বিশ্বকাপের ম্যাচ। শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা। দু’টি স্টেডিয়াম কলম্বোয় এবং একটি ক্যান্ডিতে। ফাইনাল হতে পারে আহমেদাবাদে। দু’টি সেমিফাইনাল হতে পারে কলকাতা এবং মুম্বাইয়ে। তবে পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনাল খেললে ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
এফআই