দুই দিনে ম্যাচ জেতানোর পর দর্শকদের কাছে হেডের দুঃখ প্রকাশ

পার্থে বোলারদের উইকেট উৎসব চলল, যার শেষ হলো এক ব্যাটারের আগুন ঝরানো ব্যাটিংয়ে। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অতিমানবীয় এক ইনিংস খেলে মাত্র দুই দিনেই ম্যাচ জেতালেন ট্র্যাভিস হেড। অ্যাশেজের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন তিনি। তবে তার আফসোস হচ্ছে দর্শকদের জন্য!
অ্যাশেজে পাঁচ দিনেই ম্যাচ গড়ানো এবং টানটান উত্তেজনায় শেষ হয়ে আসছে প্রায় সময়। অথচ এই ম্যাচ শেষ হলো মাত্র দুই দিনে! অ্যাশেজের ইতিহাসে এমন ঘটনা ঘটল ১০৪ বছরে প্রথমবার।
কল্পনার বাইরে গিয়ে এত দ্রুত ম্যাচ শেষ হলো। ৮ উইকেটে দলের জয়ের পর হেড আফসোস করলেন তৃতীয় দিনের খেলা দেখতে যারা টিকিট কিনেছেন তাদের জন্য।
উসমান খাজার ইনজুরিতে ওপেনিংয়ে জায়গা পেয়ে হেড ৬৯ বলে খেলেছেন ১২৩ রানের অনবদ্য এক ইনিংস। ২৯তম ওভারেই ২০৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে হেডের কথা, ‘আমি ৬০ হাজার দর্শকের জন্য কষ্ট পাচ্ছি, যারা কাল (তৃতীয় দিন) এখানে খেলা দেখার জন্য আসতে চেয়েছিলেন।’
একুশ শতকে কোনো অ্যাশেজ টেস্টের চতুর্থ ইনিংসে ওপেনার হিসেবে সর্বোচ্চ ১২৩ রান করলেন হেড। ১৬ চার ও ৪ ছয় ছিল তার ইনিংসে। আজ মাঠে যারা ছিলেন, তারা নিশ্চিতভাবে সৌভাগ্যবান যে এমন ইনিংস দেখতে পেরেছেন। স্বাভাবিকভাবে যারা শুধুমাত্র তৃতীয় দিনের খেলা মাঠে বসে দেখার আশায় ছিলেন, তারা আফসোস করতেই পারেন।
এফএইচএম/