‘বাচ্চারাও এই ভুল করবে না’, কেন বললেন আকবর

রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ এ দল। সেদিন আকবর আলির ভুল থ্রো’র সুবাদে নিশ্চিত হারের ম্যাচ ড্র করে ফেলে ভারত। যা সে সময়ে আলোচনার শীর্ষে ছিল। এবার দেশে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর স্বীকার করেছেন, এমন ভুলের কথা।
ফাইনাল হারের পর গতকাল মধ্য রাতে দেশে ফিরে আকবর বলেন, 'আসলে ওই মুহূর্তে কী হয়েছে আমি নিজেও জানি না, ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা আসলে হয়ে গিয়েছে। কিন্তু অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলব যে অনূর্ধ্ব-১২ এর বাচ্চাদেরও ভুল না।'
'তো আসলে আমি এটাই বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।'
ভারত এবং পাকিস্তানের 'এ' দলের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ গড়ানোয় কিছুটা হতবাক হয়েছেন আকবর, 'আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত। কারণ সুপার ওভার আপনার হয়ই কালেভদ্রে। কিন্তু এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দু’টা ম্যাচ সুপার ওভার খেলেছি।'
'সুপার ওভারে আপনি যখন যাবেন আপনাকে শটস খেলতেই হবে। সেটা ইন্ডিয়ানরা বলুন, আমরা বলুন, পাকিস্তান বলুন যারাই যাবে শটস খেলতেই হবে। এখন ওখানে আপনাকে হাই রিস্ক শটই খেলতে হয় স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে।'
পুরো টুর্নামেন্টকে বেশ সফল হিসেবে দাবী করে আকবর বলেন, 'আমরা আলহামদুলিল্লাহ বেশীরভাগ পার্টেই ভালো ক্রিকেট খেলেছি গ্রুপ হিসেবে। বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল যেটা আমরা সবাই জানি। তো আমি বলব যে ভালো একটা টুর্নামেন্ট ছিল।'
'যদি ফাইনালটা আমরা জিততে পারতাম আর কোনো কোনো ম্যাচে আরও কোনো কোনো ভুল কম করতাম তাহলে হয়তোবা আমি বলতাম যে একদম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।'
এসএইচ/এফআই