আলোনসোর সঙ্গে বিবাদ : ভিনিসিয়ুস কি রিয়াল ছাড়বেন?

২০২৭ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের। ইতোমধ্যে বেশ কয়েকবারই চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি আলোচনায় এলেও, আলোর মুখ দেখেনি। এবার নাকি ভিনি নিজ থেকে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে চুক্তি নবায়ন না করার ইচ্ছাপ্রকাশ করেছেন। এর নেপথ্য কারণ হিসেবে বলা হচ্ছে– কোচ জাবি আলোনসোর সঙ্গে দূরত্বের কথা!
সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ বলছে, প্রাক-মৌসুমের সময় থেকে রিয়ালের কোচ ও ফুটবলারের মাঝে বিরোধ শুরু হয়। যা মৌসুমের প্রথম তিন মাসে আরও গভীর হয়েছে। আলোনসো তাতে আরও ঘি ঢেলেছেন অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে নেওয়ার ঘটনায়। মাঠ ছাড়ার সময় আলোনসোর দিকে চিৎকার করে তিনি বলেন, ‘সব সময় আমাকেই কেন!’ এরপর শোনা যায়, ‘আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।’ পরদিন অবশ্য এমন প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চান ভিনিসিয়ুস।
ওই সময় স্প্যানিশ দৈনিক এএস—এর এক প্রতিবেদনে দাবি করা হয়, রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়ে ‘সিরিয়াসলি’ ভাবছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আলোনসোর প্রতি ‘বিশ্বাসের অভাব’ থেকেই ভিনিসিয়ুস এখন রিয়াল ছাড়ার কথা ভাবছেন। কোচ যদি তাকে কিলিয়ান এমবাপের মতো সমান আস্থায় রাখেন, তবেই নাকি ভিনিসিয়ুস থাকতে রাজি। এখন পর্যন্ত মৌসুমে রিয়ালের হয়ে শুরুর একাদশে সুযোগ পেলেও পুরো ম্যাচ খেলেছেন মাত্র তিনটিতে।
— The Athletic | Football (@TheAthleticFC) November 24, 2025
এর আগে ২০২২ সালে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভিনিসিয়ুস, বছরে তার পারিশ্রমিক ধরা হয় ১৮ মিলিয়ন ইউরো। ওই সময়ের আগে চুক্তি বাতিল করলে ১ বিলিয়ন ইউরো জরিমানা। তবে সম্প্রতি এই তারকা ফরোয়ার্ডকে বার্ষিক ২০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়। পরে সমঝোতা না হওয়া সাপেক্ষে রিয়াল ফরোয়ার্ডের প্রতিনিধিদের পাল্টা প্রস্তাব দিতে বলে। জবাবে ভিনিসিয়ুসের প্রতিনিধিরা ঐতিহাসিক এক চুক্তির অনুরোধ জানায়, যা ক্রিশ্চিয়ানো রোনালদো পেতেন (মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো)।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস মনে করেন আলোনসোর স্কোয়াড গঠন ও বদলি নামানো ন্যায্য নয়। শিষ্যের সঙ্গে বিরোধের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আলোনসো এ মৌসুমে একাধিক সংবাদ সম্মেলনে বলেন, ভিনিসিয়ুসের সঙ্গে তার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই এবং দলে খেলোয়াড় রোটেশন জরুরি। তবে সাম্প্রতিক সময়ে ওঠা এসব বিতর্কে নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক এই স্প্যানিশ তারকা। মৌসুম শুরুর আগে নতুন করে চুক্তির বিষয়ে আলোচনা শুরু হলেও এখন সব স্থগিত।
রিয়াল মাদ্রিদের কেউ কেউ মনে করেন– ভিনিসিয়ুস ও আলোনসোর মধ্যে অস্বস্তিকর সম্পর্ক যেকোনো চুক্তিগত অগ্রগতিতে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছে। অবশ্য ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের বর্তমান অবস্থানকে কেউ কেউ আলোচনার কৌশল হিসেবে দেখছেন। কিন্তু অ্যাথলেটিকের সূত্রগুলো জানিয়েছে, আলোনসোর সঙ্গে বর্তমান সম্পর্ক বিবেচনায় তিনি এখনই নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে আপস করা উপযুক্ত মনে করছেন না। আবার এই পরিস্থিতি লস ব্লাঙ্কোসদের জন্যও অপ্রত্যাশিত নয়, তবে তাদেরকে দুশ্চিন্তায় ফেলেছে।
এএইচএস