শামীমের বাদ পড়ার কথা জানতেন না অধিনায়ক লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারী। তবে বাদ পড়ার বিষয়টি অধিনায়ক লিটন দাসকে আগে জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ (বুধবার) এমনটাই জানিয়েছেন লিটন।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।'
'আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও... আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।'

এই সিরিজের আগে লিটনকে বলা হয়েছে, 'আমাকে বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে, আমাকে যে টিমটা দেওয়া হবে, সেই টিমটা নিয়েই কাজ করতে হবে। তাই আমার কোনো বলার কিছু থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই।'
'এতদিন জানতাম যে, এজ এ যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। কিন্তু সম্প্রতি কয়েক দিন আগেই জানতে পারলাম যে, যে টিমটা আমাকে দেয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।'
এসএইচ/এফআই