আন্তঃকলেজ ফুটবলে চট্টগ্রামের চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়া সরকারি কলেজ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫–এ চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গুনিয়া সরকারি কলেজ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২–০ গোলে হারিয়েছে স্যার আশুতোষ সরকারি কলেজকে।
ফাইনাল শেষে আয়োজন করা হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. জিয়াউদ্দিন আহমেদ।
তিনি বলেন, দেশে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পথ সুগম না হওয়ায় অনেক প্রতিভাবান খেলোয়াড় পথ হারিয়ে ফেলেন। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, দক্ষতা বৃদ্ধি ও কৌশল উন্নয়নে মনোযোগী হতে হবে। তিনি আশা প্রকাশ করেন চ্যাম্পিয়ন দল বিভাগীয় ও জাতীয় পর্যায়েও ভালো ফল করবে।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন এবং শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস. এম. গিয়াস বাবর উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনিসহ ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা।
এমআর/বিআরইউ