স্মৃতির পরিবারের পাশে থাকতে বিগ ব্যাশ খেলছেন না ভারতীয় তারকা

প্রথম কোনো বিশ্বকাপ জয় এবং এরপর দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ের উপলক্ষ্য, পুরো সময়টা স্বপ্নময় হতে পারত স্মৃতি মান্ধানার জন্য। কিন্তু ভারতীয় এই তারকার বাবা হঠাৎ অসুস্থ হওয়ার কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। এরই মধ্যে গুঞ্জন রটেছে, স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন প্রেমিকা ও হবু বর পলাশ মুচ্ছল। সবমিলিয়ে বিপর্যস্ত এই সময়ে সতীর্থ ও বান্ধবীর পাশে থাকতে চলমান অস্ট্রেলিয়ান লিগ বিগ ব্যাশে আর খেলবেন না জেমিমাহ রদ্রিগেজ।
নভেম্বরের শুরুতে ঘরের মাঠে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে জেমিমাহ’র দুর্দান্ত সেঞ্চুরিতে সেমিফাইনালের বাধা টপকে স্বাগতিকরা ফাইনালে উঠেছিল। সেই গৌরবগাঁথা নিয়ে কম আলোচনা হয়নি। শিরোপা জয়ের পরই ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেন জেমিমাহ। তবে প্রিয় বন্ধু স্মৃতি মান্ধানার বিয়ে উপলক্ষ্যে মাঝপথে ভারতে ফিরে আসেন। সাময়িক সময়ের জন্য এলেও, তার আর অস্ট্রেলিয়ায় ফেরা হচ্ছে না।
বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলছিলেন জেমিমাহ। যদিও ডানহাতি এই ব্যাটার সেখানে তিন ম্যাচ খেলে বলার মতো কিছু করতে পারেননি। ১০২.৭৭ স্ট্রাইকরেটে করেন স্রেফ ৩৭ রান। ইতোমধ্যে আর ব্রিসবেন হিটের সঙ্গে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন জেমিমাহ। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘জেমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত বিবিএলে তার আর খেলা হবে না। আমরা তাকে ভারতে থাকার অনুমতি দিয়েছি। ওকে এবং স্মৃতি মান্ধানার পরিবারকে শুভেচ্ছা। জেমি জানিয়েছে, ফিরতে না পারায় সে খুবই হতাশ।’
স্মৃতির পরিবারের পাশে থাকতে যে এই সিদ্ধান্ত সেটিও স্পষ্ট ব্রিসবেন হিটের বিবৃতিতে, ‘১০ দিন আগে হোবার্ট হারিকেন্স ম্যাচের পর ভারতে ফিরেছিলেন তিনি। স্মৃতি মান্ধানার বিয়ের কারণে আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলে। কিন্তু মান্ধানার বাবার অসুস্থতার কারণে বিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। সতীর্থের পাশে থাকার জন্য জেমিমাহ এখনও ভারতেই আছে। শেষ চারটি ম্যাচে না খেলতে আসার আবেদন করেছিলেন তিনি, তা মঞ্জুর করা হয়েছে।’
এদিকে, বাবার অসুস্থতায় পলাশের সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার কথা বলা হলেও, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে দেন স্মৃতি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বহুল চর্চিত বিষয়ে নতুন হাওয়া দেয়। স্মৃতি-পলাশের বিয়ের দিনই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল কিছু স্ক্রিনশট, যেখানে উঠে আসে অন্য এক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি। স্মৃতি মান্ধানার বিয়ে ‘ভাঙা’র অনুঘটক হিসেবে ওই নারীকে কাঠগড়ায় তুলছিল নেটদুনিয়া। পরে মেরি ডি’কস্টা নামের সেই তরুণী জানান, পলাশের সঙ্গে তার কখনও দেখা হয়নি। তবে ছড়িয়ে পড়া চ্যাটের স্ক্রিনশট সত্য।
বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে সামনে আসে স্মৃতির বাবার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন হবু স্বামী পলাশও। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন স্মৃতির বাবা। তবে তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিয়ে নিয়ে আর কিছু জানানো হয়নি। পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, তা নিয়েও জল্পনার শেষ নেই।
এএইচএস