জাহানারা ইস্যুতে সবশেষ যা জানাল বিসিবি

গেল মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। পরে জাহানারার অভিযোগ নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বলা হয় ১৫ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে।
যদিও সেই ১৫ দিনের সময় শেষ হয়েছে। যে কারণে আজ মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাহানারাকে তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছেন। বিসিবি আশাবাদী ২০ ডিসেম্বরের মধ্যে সেই তদন্ত রিপোর্ট তারা হাতে পাবে।
আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, 'সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য, প্রাক্তন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, যিনি প্রধান অভিযোগকারী, তাকে স্বাধীন তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল।'
'তিনি তার আনুষ্ঠানিক বিবৃতি/অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে। এখন রিপোর্টটি ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। বিসিবি একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।'
এসএইচ/এইচজেএস