টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন তামিম

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর দারুণভাবে ফিরেছে বাংলাদেশ দল। পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। আজ ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এমন জয়ে ম্যাচ সেরা হয়েছেন তানজিদ হাসান তামিম।
ম্যাচ শেষে এই ওপেনার জানিয়েছেন এমন ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে চান। তামিম বলেন, 'অবশ্যই রান করার পরে যদি দল জেতে তাহলে ভালো লাগে। আসলে দলই সবার আগে। দল যদি জেতে তাইলে অবশ্যই সবসময় ভালো লাগে। চেষ্টা করে যাচ্ছি যাতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি এবং ধারাবাহিকভাবে দলকে ভালো কিছু দিতে পারি।'
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগেই নিজেদের সব দুর্বলতা কাটিয়ে নিতে চান তামিম, 'ইতিবাচক অনেক কিছু আছে। ইতিবাচকের ভিতরে অনেক কিছু আমাদের উন্নতির জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল তারপর বিশ্বকাপে একটা প্রস্তুতি ক্যাম্প হবে। তো সবার চেষ্টা থাকবে যার যে দুর্বলতা সেটা কিভাবে আরো ভালোভাবে উন্নতি করতে পারি আমরা এখানে। যেহেতু ইতিবাচকভাবে একটা আসর শেষ করতে পারছি বছরটা শেষ। পরের বছর যাতে বিশ্বকাপে আমরা একই এই ইতিবাচক জিনিস নিয়ে যাইতে পারি।'
তামিম আরও বলেন, 'চাপ তো সব খেলাতেই থাকে আর দায়িত্ব তো সবাইকে নিতে হবে। দায়িত্ব সবাই যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলেই আমরা দিন শেষে সফল হতে পারবো। বিশ্বকাপে কিংবা আইসিসি টুর্নামেন্টে যেভাবে আমরা ব্যর্থ হচ্ছি, চেষ্টা থাকবে যেভাবে আমি ধারাবাহিকভাবে খেলতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি, আশা থাকবে যে একই চেষ্টা যাতে আমি ওই বিশ্বকাপেও করতে পারি।'
এসএইচ/এইচজেএস