দুই দিন আগে ইংল্যান্ড একাদশ দিলেও যে কারণে দেরি অস্ট্রেলিয়ার

ব্রিসবেনের গ্যাবায় আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দ্বিতীয় অ্যাশেজ টেস্ট। ইংল্যান্ড ম্যাচের দুই দিন আগে একাদশ দিয়ে দিয়েছে। কিন্তু আজ (বুধবার) সংবাদ সম্মেলনে এসেও একাদশ ঘোষণা করেননি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ। শেষ পর্যন্ত তারা অপেক্ষা করবে।
এই অপেক্ষা প্যাট কামিন্সের জন্য। পিচ পরিদর্শন শেষে আজ বিকেলে তারা জানাবে, কোন ১১ জনকে নিয়ে গ্যাবায় নামছে। কামিন্সের একাদশে জায়গা পাওয়া হবে বিস্ময়কর। গত শুক্রবার ঘোষিত দ্বিতীয় টেস্টের ১৪ জনের স্কোয়াডে ছিলেন না তিনি। তবে পার্থ ও ব্রিসবেনে তার নেট বোলিং দেখে আনুষ্ঠানিকভাবে তাকে বাদও দেওয়া হয়নি। পিঠের বোন স্ট্রেস ইনজুরি থেকে সেরে ওঠা কামিন্স দলে ফিরলে নেতৃত্ব ফিরে পাবেন।
ইনজুরিতে পড়া উসমান খাজা ছিটকে যাওয়ায় তার পরিবর্তে খেলার দৌড়ে এগিয়ে জশ ইংলিস। প্রথম ম্যাচের মতো ট্রাভিস হেডকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। কিন্তু স্মিথ এই ব্যাপারে কিছুই নিশ্চিত করেননি।
স্মিথ বলেন, ‘তাকে (কামিন্স) দেখে আমার ভালোই মনে হয়েছে, যেভাবে সে নেটে বল করেছে। সে তার শরীর সম্পর্কে ভালো জানে, আমরা অপেক্ষা করব, দেখা যাক কী হয়।’
এফএইচএম/