তোরেসের হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

পিছিয়ে পড়ার পর রিয়াল বেটিসকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শেষ পাঁচ মিনিটে দুই গোল করে রোমাঞ্চের আভাস দিলেও বেটিস অবশ্য ততক্ষণে পিছিয়ে ছিল বড় ব্যবধানে। শেষ পর্যন্ত ফেররান তোরেসের হ্যাটট্রিকে জয় হলো কাতালানদের, শেষ হাসি হাসলো হ্যান্সি ফ্লিকের দল। ৫-৩ ব্যবধানে জয় লা লিগার টেবিলে তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
প্রতিপক্ষ বেটিসের মাঠে খেলতে নেমে বার্সা ৬২ শতাংশ বলের পজেশন রাখলেও, শট নেওয়ায় এগিয়ে ছিল স্বাগতিকরা। ১৬ শটের মধ্যে ১০টি লক্ষ্যে ছিল বেটিসের। বিপরীতে ব্লু গ্রানারা ১৩ শটের মধ্যে ৮টি লক্ষ্যে রাখতে পারে। তোরেসের হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল ও রুনি বার্দগি। বেটিসের পক্ষে গ্যাব্রিয়েল অ্যান্টনি, দিয়েগো লরেন্ত ও কুচো হার্নান্দেজ গোল করেন।
স্বাগতিক বেটিস গোলের খাতা খুলতে সময় নিয়েছে মাত্র ৬ মিনিট। বার্সাকে চমক দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্তোনি কাছ থেকে নেওয়া শটে বল জালে জড়ান। যা তাতিয়ে দেয় ফ্লিকের শিষ্যদের। তোরেস পরপর গোল করেন ১১ ও ১৩ মিনিটের মাথায়। প্রথমে জুলস কুন্দের পাস থেকে বক্সের মুখ থেকে শট এবং পরে রুনির ক্রস পেয়ে ভলিতে স্প্যানিশ ফরোয়ার্ড দ্বিতীয় গোলটি করেন। ৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ান রুনি। পেদ্রির থ্রু বল পেয়ে একজনের টক্কর দিয়ে ২০ বছর বয়সী উইঙ্গার জাল খুঁজে নেন।
বিরতিতে যাওয়ার আগেই তোরেস হ্যাটট্রিক পেয়ে যান। তার নেওয়া দূরপাল্লার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। যা বার্সার জার্সিতে দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক তোরেসের। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন ইয়ামাল। নিজেদের বক্সে হ্যান্ডবল করায় বেটিসের বিপক্ষে পেনাল্টি পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যেখানে ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা ঠাণ্ডা মাথায় স্পট কিকে সফল হয়েছেন। ৫-১ ব্যবধান গড়ার পর আক্রমণ অব্যাহত রাখলেও আর গোল পায়নি বার্সা।
এদিকে, শেষ সময়টায় ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল বেটিস। ৮৫ মিনিটে দিয়েগো লরেন্তের পর মিনিট পাঁচেক পর কুচো হার্নান্দেজ পেনাল্টিতে গোল করেন। কুন্দ ফাউল করায় সেই পেনাল্টি পেয়েছিল বেটিস। যদিও শেষ পর্যন্ত স্বাগতিকদের ৫-৩ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হলো।
এই জয়ে ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত হলো বার্সেলোনার। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
এএইচএস