অ্যাডিলেডে কামিন্স ফিরছেন, হ্যাজেলউডের অ্যাশেজ শেষ

স্টিভ স্মিথের নেতৃত্বে পার্থ ও ব্রিসবেনে দাপট দেখানো জয়ে অ্যাশেজে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। এবার দলের দায়িত্ব উঠতে যাচ্ছে প্যাট কামিন্সের কাঁধে। আগামী সপ্তাহে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফিরে অজিদের নেতৃত্ব দিবেন এই পেসার।
জশ হ্যাজেলউডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। পায়ের গোড়ালির সমস্যা থেকে সেরে উঠতে সময় লাগবে তার। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে তাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন এই পেসার।
জুলাই থেকে মাঠের বাইরে কামিন্স। দীর্ঘদিন পর মাঠে নামবেন, তবুও তার প্রস্তুতি নিয়ে উদ্বেগ নেই কোচের। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, ব্রিসবেনে তাকে নেওয়ার খুব কাছে ছিল টিম ম্যানেজমেন্ট।
উসমান খাজা ফিট হয়ে উঠবেন এবং অ্যাডিলেডে তাকে খেলানো হতে পারে। কামিন্সকে যুক্ত করে আজ (মঙ্গলবার) ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সাংবাদিকদের জানালেন, প্রথম দুই টেস্টে ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডের নতুন ওপেনিং জুটি ভালো করায় খাজাকে মিডল অর্ডারে নামানো হতে পারে। পিঠের চোটে তিনি মাঠের বাইরে থাকায় হেডকে ওপেনিংয়ে নামানো হয়।
কামিন্স ও হ্যাজেলউডের ব্যাপারে কোচ বললেন, ‘তার শরীর এখন প্রস্তুত এবং আগামী সপ্তাহে খারাপ কিছু না ঘটলে সে খেলবে। আমি আশা করছি ব্লেজার গায়ে দিয়ে প্যাট টস করতে নামবে। দুর্ভাগ্যবশত, জশ আর অ্যাশেজে থাকছে না।’
এফএইচএম/