অনিশ্চয়তা নিয়েই ৪৫ দিন পর শুরু হচ্ছে লিগ

করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এই অবস্থা মোকাবেলায় প্রতিনিয়ত আসছে বিধিনিষেধ। ‘শাটডাউনের’ সুপারিশও এসেছে।এটির প্রজ্ঞাপন হয়ে গেলে সেই পরিস্থিতির মধ্যে খেলা চলবে কি না ফুটবলাঙ্গনে এই বিষয়ে বড় সংশয় রয়েছে। স্বস্তির খবরও অবশ্য রয়েছে, মোহামেডানের মতো অন্য ক্লাবগুলো বড় সংখ্যক পজিটিভের খবর আসেনি। অনেক ক্লাবের পুর্নাঙ্গ নেগেটিভের পাশাপাশি স্বল্প সংখ্যক ক্লাবের ২-১ টি পজিটিভ ফুটবলার পাওয়া গেছে।
অনেকটা অনিশ্চয়তাকে সঙ্গী করেই আগামীকাল (শনিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ৪৫ দিন বন্ধ থাকার পর বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে শনিবার থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বের কারণে গত ১১ মে সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধার ম্যাচের পর লিগ বন্ধ হয়ে যায়। লকডাউনসহ সার্বিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে শনিবার থেকে পুনরায় প্রিমিয়ার লিগ শুরুর দিন চূড়ান্ত হয়।
বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে বসুন্ধরা কিংস। শুধু উপরেই নয় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে তারা। লিগে তাদের আরও নয় ম্যাচ বাকি। তাই বড় কোন অঘটন না হলে ধরেই নেওয়া যায় এবারের শিরোপাও তাদের ঘরেই যাচ্ছে। বসুন্ধরাই একমাত্র দল যারা এবারের লিগে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি।
শিরোপার লড়াইয়ে তারা এককভাবে ছুটলেও জমে উঠবে রানার্স আপ হওয়ার লড়াই। ছয়টি দল এই রেসে আছে। তবে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দু’দলেরই সমান ৩২ পয়েন্ট। ২৮ পয়েন্ট চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডানের। আর ২৬ পয়েন্ট করে আছে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল কেসির।
টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সাইফ। আর সপ্তম স্থানে শেখ রাসেল। পয়েন্ট টেবিলে পরের দলগুলোর অবস্থা তেমন ভালো নয়। ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বাংলাদেশ পুলিশ। ১৪ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ আছে এরপর। দশম স্থানে উত্তর বারিধারা। তাদের পয়েন্ট ১২।
এবারের আসরে এখন পর্যন্ত উত্তর বারিধারাই সবচেয়ে বেশি ছয়টি ম্যাচ ড্র করেছে। মুক্তিযোদ্ধা আছে টেবিলের ১১তম স্থানে। রেলিগেশনের শঙ্কায় আছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ। এবারের লিগে দল দুইটি তাদের নামের প্রতি কোন সুবিচার করতে পারেনি। যৌথভাবে সবচেয়ে বেশি ১৩টি ম্যাচ হেরেছে তারা। জয় পেয়েছে মাত্র একটিতে।
লকডাউনের কারণে আপাতত বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে খেলা। ২৯ জুন থেকে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঢাকার বাইরে লকডাউন অব্যাহত থাকলে ঢাকার মধ্যেই বিকল্প ভেন্যুতে খেলা হতে পারে।
আগামীকালের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
বসুন্ধরা কিংস বনাম রহমতগঞ্জ এমএফএস
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫ টা।
এজেড/এমএইজ