কিংস ম্যাচের আগে মোহামেডানের অভিযোগ

বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামডোন ম্যাচ মানেই যেন মাঠের বাইরের লড়াই। আগামীকাল বাংলাদেশ ফুটবল লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ঢাকা মোহামেডান আজ ম্যাচের আগের দিন অনুশীলন করতে চেয়েছিল কিংস অ্যারেনায়। সেই ভেন্যুতে অনুশীলন করতে না পারায় মোহামেডান বেশ ক্ষুব্ধ এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে চায়। মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেন, 'আমরা আসলে অপেক্ষায় ছিলাম যে বসুন্ধরার মতো একটা প্রফেশনাল ক্লাব, যে আনপ্রফেশনালিজম তারা দেখালো, সেটা আসলে আমাদের চিন্তার বাইরে। তারা যে কেন আমাদেরকে একদিনের প্র্যাকটিস শিডিউল দিল না, এটা আসলে আমি বুঝতে পারছি না।'
মোহামেডান আজকে অনুশীলন করার জন্য গতকাল থেকে যোগাযোগ করে আসছিল। আজ তারা জানতে পেরেছে মাঠ পাবে না। এই প্রক্রিয়া নিয়ে কোচ বলেন, 'আমরা আসলে বিকেল থেকে চেষ্টা করছি ফুটবল ফেডারেশনের মাধ্যমে যোগাযোগ করতে। তারা আমাদের অপেক্ষায় রেখেছিল রেখেছিল যে টাইমটা বলেন আপনাদের কবে কখন আপনারা প্র্যাকটিস করবেন। আমরা টাইমও দিলাম, পরে শুনলাম যে আমাদের মাঠ দিবে না। তারা কিছুই বলে নাই, আমাদেরকে বলছে দেওয়া হবে। এতটুকুই আমি জানি।'
বাংলাদেশ ফুটবল লিগের বাইলজে আনুষ্ঠানিক অনুশীলনের বিষয়টি ১২ নম্বর অনুচ্ছেদে রয়েছে। সেখানে ১২.১ উপ ধারায় রয়েছে, অ্যাওয়ে দলকে ম্যাচের আগের দিন কমপক্ষে একটি অনুশীলন সেশন স্টেডিয়াম করবে এবং এটা হোম ক্লাবকে নিশ্চিত করতে হবে। আনুষ্ঠানিক অনুশীলন বাতিলের এখতিয়ার রয়েছে ম্যাচ কমিশনারের। সেটা শুধুমাত্র আবহাওয়া কিংবা মাঠের পরিস্থিতিতেই করতে পারেন ম্যাচ কমিশনার। বাইলজ অনুযায়ী আজ কিংস অ্যারেনায় অনুশীলন করার অধিকার রয়েছে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যান। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ তাকে কাঠগড়ায় দাড় করিয়েছেন, 'যারা লিগ কমিটিতে আছে, ইমরুল ভাই, তার কাছ থেকে আমরা এটা আশা করি নাই। কারণ উনি একদিকে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং ফুটবল ফেডারেশন লিগ কমিটির প্রেসিডেন্ট। একটা টিমকে অ্যাওয়ে ট্রেনিং করার সুযোগ করে দেওয়া উচিত, এটা তার অবশ্যই জানা।'
ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক অনুশীলন না করতে পেরে মোহামেডান অভিযোগ তুলেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে বসুন্ধরা কিংস কিংবা ফুটবল ফেডারেশন কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, কিংস অ্যারেনায় আশে পাশে আজ একটি সামাজিক অনুষ্ঠানে কয়েক হাজার লোকের সমাগম রয়েছে। এতে নাকি বসুন্ধরা কিংসও অনুশীলন করতে পারেনি।
এজেড/এইচজেএস