ছয় মাসে দাবায় দুইবার চ্যাম্পিয়ন তিতাস

৫৯ বছর বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন নিয়াজ মোর্শেদ। মাস দুয়েক পর প্রিমিয়ার দাবা লিগেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তার দল তিতাস ক্লাব ৯ খেলায় ১৮ পয়েন্টে এক রাউন্ড আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে। বাংলাদেশ নৌবাহিনী ১০ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। আগামীকাল শেষ ম্যাচে তিতাস হারলেও গেম পয়েন্টে এগিয়ে থাকায় তারাই শীর্ষে থাকবে।
বাংলাদেশের দাবায় তিতাস ক্লাব অতি পরিচিত নাম। ১৯৯৭ সাল থেকে দাবা লিগে খেলে আসছে। ২০০০ সালে প্রথম বিভাগে শিরোপা জিতেছিল তিতাস। ২০১১ সালের আগ পর্যন্ত প্রথম বিভাগই ছিল দাবার সর্বোচ্চ স্তর। এই বছর মে মাসেই ২৪ বছর পর দাবার শীর্ষ পর্যায়ের শিরোপা জিতেছিল তিতাস। ছয় মাসের ব্যবধানে তিতাস আবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। মে মাসে অনুষ্ঠিত হওয়া লিগটি ছিল মূলত গত বছরের আর এই লিগটি চলতি বছরের।
গত লিগও চ্যাম্পিয়ন হয়েছিল তিতাস ক্লাব। এবারও তারা শিরোপা ধরে রেখেছে। তাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল নৌবাহিনী। তাদেরকে হারিয়ে তিতাসের চ্যাম্পিয়ন হওয়া ছিল সময়ের ব্যাপার। আজ দশম রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ চেস ক্লাবকে পরাজিত করে। তিতাস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে বাংলাদেশ পুলিশ চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতীয় বিভর আদাক ও ফিদে মাস্টার নাইম হককে হারান। বাংলাদেশ পুলিশ চেস ক্লাবের তাশরিক সায়হান শান তিতাস ক্লাবের মিশরীয় গ্র্যান্ড মাস্টার ফওজি আদমের সঙ্গে ড্র করেন।

৯ খেলায় বাংলাদেশ পুলিশ ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। লিওনাইন চেস ক্লাব ৯ খেলায় ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। ৯ পয়েন্ট করে নিয়ে মানহা’স ক্যাসেল ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব যুগ্মভাবে পঞ্চম স্থানে। বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসান ওয়েলফেয়ার সোসাইটিকে হারায়। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রোজ নীড়, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ যথাক্রমে জনতা ব্যাংক অফিসান ওয়েলফেয়ার সোসাইটির বাবুল মল্লিক, মো. আসাদুজ্জামান, খন্দকার নজরে মওলা ও ফারসাত হোসেন অয়নের বিপক্ষে জেতেন।
লিওনাইন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে হারায়। ক্লাবটির ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার হিমাল গুসাইন, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার সুরেশ হার্স ও অমিত বিক্রম রায় যথাক্রমে স্পোর্টস বাংলার মুকিতুল ইসলাম রিপন, আসিফ মাহমুদ, গোলাম মোস্তফা ভূঁইয়া ও ফয়সাল হোসেনকে হারান। মানহা’স ক্যাসেল ৩-১ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে হারায়। মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক ও মো. নাসির উদ্দিন যথাক্রমে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের মো. জাকির হোসেন ও কাজী সাইফকে হারান। দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের তাহমিদুল হক মানহা’স ক্যাসেলের অনত চৌধুরীর বিপক্ষে জেতেন। মানহা’স ক্যাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দীপালী মোমোরিয়াল চেস ক্লাবের তানভীর আলমের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
এজেড/এফএইচএম