৮২ বছর বয়সে রাণী হামিদের আরেকটি শিরোপা

বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ। কে বলবে বয়সটা আশির কোঠা ছাড়িয়েছে। ৮২ বছর বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন এবং চ্যাম্পিয়নও হচ্ছেন। গতকাল মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
আনসারের পক্ষে অংশগ্রহণ করেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।
৮২ বছর বয়সে লিগ খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া বেশ কঠিন। তবে রাণী হামিদের কাছে বেশ স্বাচ্ছন্দ্যের,' আমি চার গেম (ম্যাচ) খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম।' এই বয়সেও খেলা নিয়ে রাণী হামিদ বলেন, 'আমি তো নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ তে পা দেব। যত দিন সুস্থ থাকব খেলব।'

বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী উভয় দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায়মগেম পয়েন্টে শিরোপা নির্ধারিত হয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২২.৫ গেম পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হয়েছে। চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।
এজেড/এফআই