দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে চায় না মোহামেডান

১৬ ডিসেম্বর বসুন্ধরা কিংস-মোহামেডানের ভেন্যু ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা স্টেডিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মসূচি রয়েছে। এজন্য ম্যাচ ভেন্যু বদলে জাতীয় স্টেডিয়ামে পুনঃনির্ধারিত হয়েছে।
ফুটবলের প্রাণ দর্শক। অথচ বাফুফে বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ আয়োজন করতে চায় দর্শকশূন্য স্টেডিয়ামে। বাফুফে গতকাল মোহামেডান ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছে, ১৬ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত সময় পার করবে। ঐ দিন পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকা সম্ভব না বিধায় বাফুফে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে চায়। আজ মোহামেডান ক্লাব ফেডারেশনে ফিরতি চিঠি দিয়েছে।
মোহামডোন ক্লাবের প্রেরিত চিঠিতে উল্লেখ রয়েছে, আন্তর্জাতিক ম্যাচগুলোতে অনেক দর্শক সমাগম হচ্ছে। ফুটবলপ্রেমীরা আবার মাঠে ফিরছে, সেখানে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা আয়োজন সেই ধারাকে ব্যাহত করবে। মোহামেডান ক্লাব এমনটাই মনে করছে। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা পরিচালনা করলে সেটা দর্শকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এমনটাই শঙ্কা করছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আবার ১৬ ডিসেম্বর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম থাকলে স্টেডিয়ামে অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটলে সেটা ফুটবলের এবং সামগ্রিক ক্রীড়া জগতের জন্য ভালো কিছু হবে না এটাও জানিয়েছে মোহামেডান।
মোহামেডান দেশের অন্যতম শীর্ষ সমর্থকপুষ্ট ক্লাব। কারণ দর্শকবিহীন ফুটবল ম্যাচ আয়োজনে একটি অনাকাঙ্খিত এবং প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করবে। ইতোমধ্যে মোহামেডানের উপর দর্শকদের চাপ রয়েছে। তাই মোহামেডান দর্শকবিহীন ম্যাচ খেলতে চায় না। ১৬ ডিসেম্বরের পরিবর্তে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চারের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য যে কোনো দিন ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে মোহামেডান। বাফুফেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেয়ার আবেদন জানিয়েছে সাদা-কালো ক্লাবটি।
এজেড/এইচজেএস