কোটি টাকার টুর্নামেন্ট, ভেন্যু সংকটে হচ্ছে না হোম অ্যান্ড অ্যাওয়ে

২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় অ-১৭ চ্যাম্পিয়নশিপ। আজ বিকেলে বাফুফে ভবনে সেই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। দেশের আটটি ভেন্যুতে চলবে এই খেলা।
কিছু দিন আগে বাফুফে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। সেখানে প্রাথমিক পর্বের খেলাগুলো ছিল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক। অ-১৭ চ্যাম্পিয়নশিপ সেই পদ্ধতিতে হচ্ছে না। এ নিয়ে এই কমিটির প্রধান ও বাফুফে নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন বলেন, 'জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় আমরা ভেন্যুর কিছু সমস্যা পেয়েছিলাম। প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়ে সিদ্ধান্ত নিলেও এখন সেখান থেকে সরে আসা হয়েছে ভেন্যুর কারণে। প্রতি ভেন্যুতে দুই গ্রুপ করে খেলা হবে।'
দেশের সকল জেলা-বিভাগীয় স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। জাতীয় ক্রীড়া পরিষদ সেই স্টেডিয়ামগুলো সঠিক তদারকি করতে পারে না। অনেক স্টেডিয়াম খেলার অনুপযোগী। আজ ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, 'আজ আমাদের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে মিটিং হয়েছিল। সেখানে স্টেডিয়াম ব্যবস্থাপনার বিষয়টি উঠেছিল। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের তেমন লোকবল নেই। ক্রীড়া পরিদপ্তরের প্রতি জেলায় ক্রীড়া অফিসার রয়েছেন। ক্রীড়া অফিসারকে স্টেডিয়ামের দায়িত্ব প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে সামনেই মন্ত্রণালয়ের মাধ্যমে এনএসসি ও পরিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।'
তারুণ্যের উৎসবের আওতায় বাফুফে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ১০ কোটি টাকা পেয়েছে। এই তহবিল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছে, এখন অ-১৭ টুর্নামেন্ট। বাজেট ও দলগুলোকে সহায়তা নিয়ে কানন বলেন, 'এক কোটি টাকার উপরে বাজেট করা হয়েছে। প্রতি দলকে ৭৫ হাজার টাকা প্রদান করা হবে।’
একটি ভেন্যুতে এসে প্রতি দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে। এতে আবাসন ও অন্য ব্যয় রয়েছে। ফেডারেশনের ৭৫ হাজার টাকা যথেষ্ট নয়। প্রতি জেলা ফুটবল এসোসিয়েশনকেই বাড়তি অর্থ খরচ করতে হবে।
এজেড/এইচজেএস