ফিফা দ্য বেস্ট : কখন, কোথায় দেখবেন, সংক্ষিপ্ত তালিকায় কারা

নতুন বছরের আর বাকি ১৭ দিন। এই বছরের ফুটবলও প্রায় শেষলগ্নে। শেষ বাঁশি বাজার আগে ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তারকাদের সম্মানিত করা হবে তাদের মাঠের অর্জনকে স্বীকৃতি দিতে। আজ (মঙ্গলবার) বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়, কোচদের মিলনমেলা ঘটবে। কাতারের দোহার ফেয়ারমন্ট কাতারা হলে জমকালো আয়োজনে সম্মানিত করা হবে সেরাদের।
২০১৭ সাল থেকে প্রতি বছর দেওয়া হচ্ছে ফিফার দ্য বেস্ট অ্যাওয়ার্ড। ফুটবলে গত বছরের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে থাকে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থা। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হবে এই অনুষ্ঠান।
ছেলে ও মেয়ে দলের সেরা কোচ, সেরা গোলকিপার, বর্ষসেরা গোল, ফিফা ফেয়ার প্লে ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড দেওয়া হবে। তবে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার উঠবে সেরা পুরুষ ও সেরা নারী খেলোয়াড়ের হাতে- দ্য বেস্ট।
পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে ১১ জন আছেন, যাদের মধ্যে বিশেষ নজরে আছেন উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। গত সেপ্টেম্বরের ব্যালন ডি’অরের মঞ্চে তারা প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন। এবারো হাড্ডাহাড্ডি ভোটিং লড়াই হবে তাদের মধ্যে।
অনুষ্ঠান কখন, কোথায় হবে:
আজ ১৬ ডিসেম্বর রাত ১১টায় কাতারের দোহার ফেয়ারমন্ট কাতারা হলে।
কীভাবে দেখা যাবে এই অনুষ্ঠান?
এই জমকালো আয়োজন সারা বিশ্বের মানুষ বিনামূল্যে দেখতে পাবে। ফিফার ওয়েবসাইট সরাসরি সম্প্রচার করবে, তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
কীভাবে সেরা নির্বাচিত করা হবে?
চারটি বিভাগে ভোট হবে। প্রত্যেক ফিফা নিবন্ধিত জাতীয় দলের অধিনায়ক ও একজন মনোনীত কোচ ভোট দেওয়ার যোগ্য। এছাড়া প্রতি দেশের একজন মনোনীত সাংবাদিক ও অনলাইনে ভক্তদের ভোট পড়েছে। চার বিভাগের ভোটারদের সমান অংশীদারত্বে ভোটিং হয়েছে। সবাই তিন জনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রথম সেরা ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরা ৩ পয়েন্ট ও তৃতীয় সেরা ১ পয়েন্ট পেয়েছেন। সব পয়েন্ট যোগ করেই নির্বাচিত হবেন সেরা খেলোয়াড়।
সেরা একাদশ নির্বাচনেও ভক্তদের ভোট ছিল। সেরা গোলের পুরস্কার মার্তা ও পুসকাস অ্যাওয়ার্ড জয়ী নির্বাচিত হবেন ভক্ত ও সাবেক ফুটবলারদের ভোটে। ফিফা ফ্যান অ্যাওয়ার্ড নির্বাচনে শুধু ভক্তদের ভোটই নেওয়া হয়েছে। আর বিশেষজ্ঞ এক প্যানেল নির্ধারণ করবে ফেয়ার প্লে পুরস্কার।
কয়টি বিভাগে পুরস্কার দেওয়া হবে?
মোট ১২টি বিভাগে দেওয়া হবে পুরস্কার। দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা নারী দলের কোচ, দ্য বেস্ট ফিফা পুরুষ দলের কোচ, দ্য বেস্ট ফিফা নারী গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা পুরুষ গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা নারী বর্ষসেরা একাদশ, দ্য বেস্ট ফিফার পুরুষ বর্ষসেরা একাদশ, ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের সেরা গোল), ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের সেরা গোল), ফিফা ফ্যান অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো),হ্যারি কেইন (বায়ার্ন ও ইংল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), নুনো মেন্দেজ (পিএসজি ও পর্তুগাল), কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা ও স্পেন), রাফিনিয়া (বার্সেলোনা ও ব্রাজিল), মোহাম্মদ সালাহ (লিভারপুল ও মিসর), ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল), লামিনে ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)।
বর্ষসেরা নারী খেলোয়াড়: স্যান্ডি বাল্টিমোর (চেলসি ও ফ্রান্স), নাথালি বিওর্ন (চেলসি ও সুইডেন), আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন), লুসি ব্রোঞ্জ (চেলসি ও ইংল্যান্ড), মারিওনা কালদেন্তি (আর্সেনাল ও স্পেন), তেমওয়া চাউইঙ্গা (কানসাস সিটি ও মালাউয়ি), কাদিদিয়াতু দিয়ানি (লিওঁ ও ফ্রান্স), মেলচি দুমোরনে (লিওঁ ও হাইতি), পাতরি গুইহারো (বার্সেলোনা ও স্পেন), লিন্ডসে হিপস (লিওঁ ও যুক্তরাষ্ট্র), লরেন জেমস (চেলসি ও ইংল্যান্ড), ক্লোয়ি কেলি (ম্যান সিটি/আর্সেনাল ও ইংল্যান্ড), এওয়া পায়োর (বার্সেলোনা ও পোল্যান্ড), ক্লাউদিয়া পিনা (বার্সেলোনা ও স্পেন), আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা ও স্পেন), অ্যালেসিয়া রুশো (আর্সেনাল ও ইংল্যান্ড), লিয়া উইলিয়ামসন (আর্সেনাল ও ইংল্যান্ড)।
পুরুষ দলের সেরা কোচ: হাভিয়ের আগুয়েরে (মেক্সিকো), মিকেল আর্তেতা (আর্সেনাল), লুইস এনরিকে (পিএসজি), হ্যান্সি ফ্লিক (বার্সেলোনা), এনজো মারেসকা (চেলসি), রবার্তো মার্তিনেজ (পর্তুগাল) ও আর্নে স্লট (লিভারপুল)।
নারী দলের সেরা কোচ: সোনিয়া বোমপাস্তোর (চেলসি), জোনাতান জিরালদেজ (লিওঁ), সেব হাইনস (অরল্যান্ডো), রেনি স্লেজার্স (আর্সেনাল), সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
সেরা পুরুষ গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল ও ব্রাজিল), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম), জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি/ম্যান সিটি ও ইতালি), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা), মানুয়েল ন্যয়ার (বায়ার্ন ও জার্মানি), ডেভিড রায়া (আর্সেনাল ও স্পেন), ইয়ান সমার (ইন্টার মিলান ও সুইজারল্যান্ড) এবং উজচেখ শেঝনি (বার্সেলোনা ও পোল্যান্ড)।
সেরা নারী গোলরক্ষক: অ্যান-কার্টিন বার্গার (গোথাম ও জার্মানি), কাতা কোল (বার্সেলোনা ও স্পেন), ক্রিস্তিয়ানে এন্দলার (লিওঁ ও চিলি), হানা হ্যাম্পটন (চেলসি ও ইংল্যান্ড), অ্যানা মুরহাউজ (অরল্যান্ডো ও ইংল্যান্ড), চিয়ামাকা এননাদোজি (পিএসজি/ব্রাইটন ও নাইজেরিয়া), ফ্যালন টিউলিস-জয়েস (ম্যান ইউনাইটেড ও যুক্তরাষ্ট্র)।
এফএইচএম/