আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এবারের আসরে শুরু থেকেই খেলছেন মুস্তাফিজুর রহমান। পারফর্ম করায় একাদশেও নিয়মিত এই বাঁহাতি পেসার। তাতে আসরের সেরা বোলারের দৌড়ে শীর্ষ পাঁচে আছেন তিনি।
গতকাল শারজাহ ওয়ারিওয়ার্সের বিপক্ষে মাঠে নেমেছিল মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে ৬৩ রানের জয় পেয়েছে দুবাই। দলের এমন বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজ।
২ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন এই বাঁহাতি পেসার। শুরুতেই জনসন চার্লসকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজ। ১৬তম ওভারে রশিদকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন তিনি।
এই দুই উইকেটসহ টুর্নামেন্টে ৬ ম্যাচে মুস্তাফিজের উইকেটসংখ্যা দাঁড়াল ১১। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিনে আছেন তিনি।
শীর্ষে আছেন মুস্তাফিজের সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা ১৫। যদিও মোস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন তিনি। ১২ উইকেট নিয়ে দুইয়ে আছেন অজয় কুমার।
এইচজেএস