‘মুস্তাফিজকে ১০ দিলে, সাকিবকে সাড়ে আট-নয়ের কম দিতে পারব না’

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ (সোমবার)। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ফাইনাল শেষে বিসিবির এই পরিচালক গণমাধ্যমের মুখোমুখি হন। ওই সময় জানান, বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি হলেও দেশের ভেতর ওই মানের ক্রিকেট আয়োজন করতে না পারার আক্ষেপ রয়েছে।
নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ভালো লাগার ব্যাপার তো আছেই, দুঃখজনক হলেও আমাদের খেলোয়াড়দের জন্য দেশের ভেতর যে মানের ক্রিকেট আয়োজন করা প্রয়োজন, সেই মানের ক্রিকেট আমরা আয়োজন করতে পারি না। এজন্যই কিছুটা নির্ভরশীলতা বিদেশের বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ওপর এবং সেখানে যখন ওরা ভালো করে তখন আমরা বুঝতে পারি আমাদেরও খেলোয়াড় আছে, তারা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের।’

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় বেশ সাফল্য পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তবে দেশের অন্য পেসাররা ফিজের চেয়ে খুব বেশি পিছিয়ে নন বলে দাবি ফাহিমের, ‘মুস্তাফিজ যদি ভালো করে তখন কিন্তু আমরা বুঝতে পারি তার সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের বোলার যারা আছে, তারা মুস্তাফিজের থেকে খুব বেশি পিছিয়ে নেই। আমি যদি তানজিম সাকিবের কথা বলি... মুস্তাফিজকে যদি আমি ১০-এর মধ্যে ১০ দিই, তাহলে তানজিম সাকিবকে সাড়ে আট বা নয়–এর কম দিতে পারব না কিন্তু।’
‘তখন আমি তুলনা করতে পারি শুধু মুস্তাফিজই না প্রকৃত অর্থে হাতে কিন্তু আরও ৪-৫ জন বোলার আছে যারা প্রায় সমমানের। হয়তো ওরা সুযোগ পায়নি ফ্র্যাঞ্চাইজিতে, এজন্য সবাই তাদের ওইভাবে মূল্যায়ন করবে না। ভবিষ্যতে ওরা হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে, কিন্তু আমরা জানি আমাদের এটা (সামর্থ্য) আছে। এটা একটা ইতিবাচক দিক’, আরও যোগ করেন বিসিবির এই পরিচালক।
এসএইচ/এএইচএস