‘১৫ বছরের চেয়ে বিসিবিতে ৬ মাসে বেশি দুর্নীতি’, যে জবাব দিলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। সম্প্রতি এক টক শো–তে তিনি দাবি করেছেন, গত ছয় মাসে বর্তমান বোর্ডের দুর্নীতি আগের ১৫ বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে। এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেছেন, ‘উনার (দীপন) এই বক্তব্য আমি মেনে নিচ্ছি না। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মত। আমরা এ ধরনের কোনো অডিট বা কাজ করছি না। আমরা মূলত বাংলাদেশ ক্রিকেটের গত ১৫ বছরের অডিট করছি। যেখানে মনে হয়েছে কাজ করা উচিত, সেখানেই হাত দেওয়া হয়েছে।’
বিগত বোর্ডের সময়কার অনিয়ম নিয়ে অডিট পরিচালনার কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছর একটা নির্দিষ্ট সিস্টেমে চলেছে, যেখানে পিচের মাটি কেনার ভাউচার থাকলেও বাস্তবে মাটির কোনো হদিস নেই। এসব অডিট এখন চলছে।’
বিপিএলের গত আসর ছিল অনিয়মে ভরপুর। আসন্ন আসর পরিচ্ছন্নভাবে আয়োজনের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখছেন আমিনুল ইসলাম বুলবুল, ‘আমাদের প্রথম লক্ষ্য একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়া। দ্বিতীয়ত, বিপিএলের পরেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখান থেকে সরাসরি প্রস্তুতি না হলেও, এই ফরম্যাটের একটা ভালো প্রস্তুতি যেন আমরা নিতে পারি, সেদিকে নজর থাকবে।’
এসএইচ/এএইচএস