আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম জানাল নোয়াখালী

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর। আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। এবার নোয়াখালীর অধিনায়কত্ব করবেন সৈকত আলী।
নোয়াখালী এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে। তবে এর আগে অন্য দলের হয়ে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে সৈকতের। মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে তার কার্যকরী মিডিয়াম পেস দলের জন্য বাড়তি পাওয়া হতে পারে।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন সৈকত। তবে কখনোই কোনো দলকে নেতৃত্ব দেননি তিনি। বিপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।
সৈকতকে নেতৃত্ব দিলেও আলোচনায় ছিলেন আরো অনেকে। অধিনায়কত্ব পাওয়ার এই সম্ভাব্য তালিকায় ছিলেন জনসন চার্লস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নবীরা।
এইচজেএস