সাব্বিরকে জনপ্রিয় ক্রিকেটার দাবি মিঠুনের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি বছরই ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে বাড়তি উম্মাদনা থাকে। রাজধানীর দল হওয়ায় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে দলটি। তবে গেল কয়েক আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ঢাকা।
এবার অবশ্য আলাদা কিছু করে দেখাতে চান অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগামীকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু হবে ঢাকার। ম্যাচের আগের দিন আজ মিঠুন বলেন, 'ঢাকার একটা হাইপ (উন্মাদনা) থাকে, কিন্তু শেষ কয়েক বছরে হাইপের সঙ্গে পারফরম্যান্সটার মিল নেই। তো আমাদের এইবার লক্ষ্য থাকবে হাইপের সাথে সাথে যেন পারফরম্যান্সটার মিল থাকে।'
ঢাকার দলে স্থানীয়দের মধ্যে খেলবেন নাসির হোসেন, সাইফ হাসান, সাব্বির রহমান এবং তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা। সাইফকে নিয়ে মিঠুন বলেন, 'জাতীয় দলে যেটা আমরা দেখেছি সাইফকে কিন্তু বিভিন্ন জায়গায় খেলায়। কিন্তু আমাদের ওইরকম কোনো পরিকল্পনা নেই। ও আমাদের মূল প্লেয়ারদের একজন। তো আমরা চেষ্টা করব ওর কাছ থেকে আমরা সেরাটা নেয়ার জন্য।'
'অবশ্যই সাইফ আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক ওপরে থাকবে যেন ও ওর সেরাটা দিতে পারে। ও যেখানে খেলতে চায়, আমি ইতোমধ্যেই কথা বলেছি ওর সঙ্গে, আমরা ওই অনুযায়ী ওকে খেলাব।'
সাব্বিরের মতো ক্রিকেটারের জন্য বাড়তি সমর্থন পাবে ঢাকা, এমনটা দাবি মিঠুনের, 'এটা তো আমাদের টিমের জন্য একটা সুবিধা যে জনপ্রিয় একজন প্লেয়ার আছে আমাদের টিমে। তো সাব্বিরের জন্য আমরা একটা আলাদা সমর্থন পাব। আর সাব্বির টি-টোয়েন্টিতে খুবই কার্যকরী প্লেয়ার।'
'আমরা চেষ্টা করব যে ওর সেরাটা আমরা যেন নিতে পারি। টিম ওর সেরা পারফরম্যান্সটা যেন ওর থেকে বের করতে পারে এবং একইসাথে আমি বিশ্বাস করি যে ও খুব ভালো ছন্দে আছে, ও ভালো করবে।'
এসএইচ/এফআই