কিংসকে হারানো পুলিশের জয় অব্যাহত

বাংলাদেশ ফুটবল লিগে আজ (শুক্রবার) একটি ম্যাচই ছিল। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগ পরাজিত হয়েছে। সফরকারী পুলিশ ৩-০ গোলে জয় পেয়েছে।
প্রথমার্ধে পুলিশ ২ গোলে এগিয়ে যায়। নেপালের ফুটবলার আয়ুশ ঘালান ৩৬ মিনিটে গোল করেন। পাঁচ মিনিট পর আমিরুল ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির সাত মিনিট পর আয়ুশ আরেকটি গোল করেন। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় তিন গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ।
এই জয়ে পুলিশ ৮ ম্যাচে ১৩ পয়েন্টে তৃতীয় স্থানে। আগামীকাল রহমতগঞ্জ পয়েন্ট পেলে অবশ্য এই অবস্থান হারাতে হবে পুলিশকে। আরামবাগ আট ম্যাচের মধ্যে পাঁচটিই হেরেছে। এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ফকিরেরপুলের সঙ্গে তলানিতে তারা। বাইলজ অনুযায়ী দুই দল এবার রেলিগেটেড হবে।
বাংলাদেশ ফুটবল লিগে আগামীকাল চারটি ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি কিংস অ্যারেনায় কিংস ও ঢাকা আবাহনীর মধ্যে। ৭ ম্যাচে ১৬ পয়েন্টে কিংস সবার উপরে। গত রাউন্ডে পুলিশের কাছে হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। আগামীকাল ঢাকা আবাহনীর কাছে পয়েন্ট হারালে তাদের শীর্ষস্থান হুমকির মুখে পড়বে। আবার যদি আগামীকাল জিতে যায়, তাহলে প্রথম লেগে কিংসের প্রথম স্থান অনেকটাই সুসংহত থাকবে।
মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন খেলবে ফর্টিজের বিপক্ষে। ফর্টিজ আগামীকাল জিতলে টেবিলের দ্বিতীয় স্থান অনেকটাই নিশ্চিত হবে। একই সময়ে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। গাজীপুরে হবে পিডব্লিউডি ও ফকিরেরপুলের ম্যাচ।
এজেড/এফএইচএম