মেলবোর্ন টেস্ট শেষে যত রেকর্ড হলো

বোলারদের দাপট। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শেষ হলো দুই দিনে। ব্যাটারদের ব্যর্থতার ম্যাচে ইংল্যান্ড সতর্ক ব্যাটিংয়ে শেষ হাসি হেসেছে। ১৭৫ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৪ উইকেট হাতে রেখে। তাতে বক্সিং ডে টেস্টে তৃতীয় হার দেখল অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উত্থান-পতনের ম্যাচের কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক-
১৮- অস্ট্রেলিয়ায় ১৮ টেস্টে জয়খরা ছিল ইংল্যান্ডের। ২০১০-১১ মৌসুমে সিডনিতে সিরিজ জয়ী ম্যাচ জেতার পর ১৬টি হেরেছিল এবং ড্র করেছিল দুটি। তারপর শনিবার মেলবোর্নে এলো চার উইকেটে আকাঙ্ক্ষিত জয়। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য এটি যৌথ সর্বোচ্চ জয়খরা। অস্ট্রেলিয়ায় ১৮ টেস্টে জো রুটের এটি প্রথম জয় এবং ১৩ ম্যাচে বেন স্টোকসের প্রথম।
৩- ২০১১ সালের পর থেকে অস্ট্রেলিয়া ১৫টি বক্সিং ডে টেস্ট খেলে তৃতীয়বার হার দেখল। আগের দুটি হার ছিল ২০১৮ ও ২০২০ সালে ভারতের বিপক্ষে। বাকি ১২টির মধ্যে ১০ জয় ও দুটি ড্র।
৭- এখন পর্যন্ত সাতটি অ্যাশেজ টেস্ট দুই দিনের মধ্যে শেষ হলো। চলমান সিরিজেই পার্থের পর মেলবোর্নে এমন ঘটনা ঘটেছে। তার আগে ১৮৮৮ সালে লর্ডস, দ্য ওভাল ও ম্যানচেস্টারে এবং ১৮৯০ সালে দ্য ওভাল ও ১৯২১ সালে নটিংহ্যামে।
৮৫২ বল- অ্যাশেজে সবচেয়ে কম বলে খেলা শেষ হওয়ার তালিকায় মেলবোর্ন চার নম্বরে। বিংশ শতাব্দিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন টেস্ট।
৫৭২- কারো ব্যক্তিগত ফিফটি ছাড়া এক টেস্ট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৫৭২ রান হলো। চার ইনিংসে সেরা ব্যক্তিগত ইনিংস ট্রাভিস হেডের (৪৬)।
এফএইচএম/