মুশফিকের জন্যই সুযোগ পাচ্ছেন না আকবর, যা জানা গেল

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিসহ ঘরোয়া সব টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন আকবর আলি। চলমান বিপিএলে খেলছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। যদিও দুই ম্যাচ হয়ে গেলেও এখনো দলটির হয়ে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি আকবর। তবে কি মুশফিকুর রহিমের জন্যই একাদশে জায়গা মিলছে না তার?
আজ ঢাকার বিপক্ষে হারের পর আকবরকে একাদশে না রাখার প্রশ্নে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আকবর ফিল্ডার হিসেবে খেলেছে। টিম কম্বিনেশনের কারণে সুযোগ হয়নি তার খেলার। পুরো দলের প্রত্যেকেই একাদশে থাকার মতো। এই জায়গায় হেলদি কম্পিটিশন থাকে একাদশ সাজানোর সময়। আকবর এমন একজন ক্যারেক্টার যে সবসময় দলের কথা ভাবে। ও এভাবেই বড় হয়েছে। ও খুব ভালো অবস্থানে আছে। নিজেকে তৈরি রাখছে। যখনই সুযোগ পাবে দলে ইমপ্যাক্ট রাখতে পারবে।'
ঢাকার কাছে হারের পরের ম্যাচের একাদশ নিয়ে আবারো বসতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। শান্ত বলেন, 'খুব ভালো ব্যাটিং আমরা করতে পারিনি। উইকেট আজ তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। তবে আরও কিছু রান বোর্ডে রাখলে হয়ত ম্যাচ ভিন্ন হতো। ব্যাটাররা সবাই চেষ্টা করেছে। আরেকটু ভালো খেলা গেলে ম্যাচ ভালো হতে পারত।'
'ব্যাটিং আরও ভালো করতে পারতাম, আপ টু দা মার্ক ছিল না। তবে আমাদের ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আছে। এবং বোর্ডে ভালোভাবে রান রাখতে পারব যা বোলাররা ডিফেন্ড করতে পারবে।'
এসএইচ/এইচজেএস