জোড়া ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর আশা নোয়াখালীর

বিপিএলের চলমান দ্বাদশ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে টুর্নামেন্টটির নবাগত দলটি। গতকাল (শনিবার) সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ১ উইকেটে হেরে যায়। এই অবস্থা থেকে নোয়াখালী ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।
হারের ব্যাখ্যায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অঙ্কন বলেছেন, ‘এখানকার কন্ডিশনে প্রথম ৩-৪ ওভার চ্যালেঞ্জিং। বল অনেক ভালো মুভ করে। সবাই হয়তো সেভাবে মানিয়ে নিতে পারেনি। নতুন ব্যাটারের জন্য খেলা কঠিন ছিল। আশা করি (নোয়াখালী) ভালোভাবে কামব্যাক করবে। এই ম্যাচে সবসময় বিশ্বাস ছিল ভালো জুটির পর ভালো ব্রেকথ্রু এনে দিলে ভালো করতে পারব। কিছুটা আনলাকি যে ম্যাচটা জিততে পারিনি।’
নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় পেনাল্টি হিসেবে শেষদিকে বৃত্তের ভেতরে নিয়ে আসতে হয় একজন ফিল্ডারকে। যা নোয়াখালীর বোলারদের কাজটা কঠিন করে তোলে বলে দাবি অঙ্কনের, ‘আমরা ওভাররেটে পিছিয়ে ছিলাম, যে কারণে বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয়েছে। বোলারের জন্যও কঠিন ছিল, শিশির ছিল, আমরা বিশ্বাস রেখেছিলাম জিততে পারব। তবে করতে পারিনি।’
দলের ক্রিকেটারদের সামর্থ্য আছে জানিয়ে দ্রুতই গুছিয়ে ওঠার প্রত্যাশা জাতীয় দলের এই ক্রিকেটারের, ‘আসলে টপ অর্ডার চাচ্ছে দ্রুত যেন এডজাস্ট করতে পারে। আমরা চাই, ওরাও চায়। আসলে বিপিএলে এমনটা হয়। যারা খেলছে তাদেরও সামর্থ্য রয়েছে। ১-২ ম্যাচেই জাজ না করা ভালো। আশা করছি দল হিসেবে ভালোভাবে কামব্যাক করতে পারব।’
এসএইচ/এএইচএস