সামি থেকে রানা, বিপিএলে হ্যাটট্রিক করেছেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দ্বাদশ আসরে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ম্যাচেই আসরের প্রথম হ্যাটট্রিকের সাক্ষী হয়েছেন ক্রিকেটভক্তরা। গতকাল (শনিবার) সিলেট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে হ্যাটট্রিক করেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদি হাসান রানা। এ নিয়ে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নবম হ্যাটট্রিকের দেখা মিলল।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেটকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল নোয়াখালী। রান তাড়ায় মেহেদী হাসান মিরাজের দল সিলেট কক্ষপথেই ছিল। জয় পেতে তাদের দরকার ছিল ১৮ বলে ২৫ রান। ১৮তম দৃশ্যপট বদলে দেন বাঁ–হাতি পেসার রানা। যার শুরুটা হয় সিলেট অধিনায়ক মিরাজকে দিয়ে। ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনের দিকে চতুর্থ স্টাম্পে করা ডেলিভারিতে তাকে ফাঁদে ফেলেন রানা। যা মিরাজের ব্যাট ঘেঁষে উইকেটরক্ষক জাকের আলির হাতে ধরা পড়ে।
অবশ্য জোরালো আবেদনেও প্রথমে নোয়াখালীর সাড়া দেননি আম্পায়ার, পরে টিভি রিপ্লেতে স্পাইক (বল ব্যাটে স্পর্শ) দেখে সিদ্ধান্ত বদলে আউট দেওয়া হয় মিরাজকে। এরপর ক্রিজে এসে লেগ বিফোরের ফাঁদে পড়েন নাসুম আহমেদ। আর ওভারের শেষ বলে চূড়ান্ত বোকামিটা করেছেন খালেদ আহমেদ। মেহেদি রানার স্লো ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে তিনি লং অনে হাসান ইসাখিলকে ক্যাচ দিয়েছেন। যদিও পরে খালেদ বলেছেন– তার আশা ছিল সেটি ছয় হবে। সেই আশা পূর্ণ না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রথম হ্যাটট্রিক পেয়ে যান রানা।
— Bangladesh Cricket (@BCBtigers) December 27, 2025
যদিও নাটকীয় ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি নোয়াখালী। শেষ বলে নিষ্পত্তি হওয়া খেলায় তাদের ১ উইকেটে হারিয়েছে সিলেট। দল হারলেও, ব্যক্তিগত নৈপুণ্যে রেকর্ডবুকে নাম উঠল মেহেদি রানার। ২৮ বছর বয়সী এই পেসার ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন। তার আগে বিপিএলে আরও ৮ বোলার হ্যাটট্রিকের নজির গড়েন, ওই তালিকার ৫ জন বাংলাদেশি এবং ৪ জন বিদেশি ক্রিকেটার।
বিপিএলের যাত্রা শুরু হয় ২০১২ সালে। এর মধ্যে একাধিক হ্যাটট্রিক দেখা যায় দুই আসরে, ২০১৯ বিপিএলে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক এবং ২০২৪ সালে দুটি হ্যাটট্রিক হয়েছে। অভিষেক আসরেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০১৫ আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে বরিশাল বুলসের আল-আমিন হোসেন। ২০১৯ আসরে তিনটি হ্যাটট্রিকে নাম লেখান– রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম, খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল।

এ ছাড়া ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেন, প্রতিপক্ষ ছিল সিলেট সানরাইজার্স। ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমি ভিক্টোরিয়ান্সের মঈন আলি একই কীর্তি গড়েন। ২০২৫ আসরের চতুর্থ ম্যাচে হ্যাটট্রিক করে ওই তালিকার সর্বশেষ নামটি মেহেদি হাসান রানার।
এএইচএস