না ফেরার দেশে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার

৬২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ড ও গ্ল্যামরগানের সাবেক ক্রিকেটার হিউ মরিস। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হন মরিস। এরপরও সে বছরই নিজের কাজে ফেরেন। কিন্তু বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি তিনি। নিজের চিকিৎসা ও পরিবারকে সময় দেওয়ার জন্য ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্ল্যামরগানের প্রধান নির্বাহী পদ থেকে অবসর নেন।
ক্রিকেট ক্যারিয়ারে মরিস ছিলেন আগ্রাসী ব্যাটার। গ্ল্যামরগ্যানের অধিনায়ক হিসেবে দুটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৯৩ সালে নেতৃত্ব দিয়ে সানডে লিগ শিরোপা জিতেছিলেন মরিস। এছাড়া ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্বও দেন এই সাবেক ক্রিকেটার।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ ১৬ বছর ধরে ইসিবি বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন মরিস। প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে অস্ট্রেলিয়াকে তিনবার অ্যাশেজ সিরিজে পরাজিত করে ইংল্যান্ড।
১৯৯১ সালের ২৫ জুলাই ইংল্যান্ডের জার্সিতে প্রথমবার খেলতে নামেন হিউ মরিস। ক্যারিয়ারটা বেশি বড় করতে পারেননি তিনি। মাত্র তিনটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে করেছেন ১১৫ রান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪৫। আর ১৯.১৬ গড়ে তিনি খেলেছেন ৩৬.১৬ স্ট্রাইক রেটে।
এমএমএম