দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

নারী বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের ঝাঁলিয়ে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে আয়োজন করা হয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানদের ২২২ রানের বিশাল লক্ষ্যও ছুড়ে দিয়েছেন হারমানপ্রীত কৌররা।
এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ওপেনিং জুটিতে দুজন মিলে গড়েন ১৬২ রানের জুটি। ৭৯ রানে শেফালি ও ৮০ রানে স্মৃতি আউট হন।
দুর্দান্ত ইনিংস খেলার দিনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন স্মৃতি। এদিন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
অবশ্য ১০ হাজারি ক্লাবে প্রবেশ করতে মাত্র ২৭ রান দরকার ছিল এই ভারতীয় ওপেনারের। লঙ্কান স্পিনার নিমাশা মীপাগের করা বল লং অনে ঠেলে দিয়ে এক রান নিতেই পূর্ণ হয় স্মৃতির ১০ হাজার রান।
স্মৃতির আগে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনজন নারী ক্রিকেটার। এই তালিকায় আছেন শার্লট এডওয়ার্ডসম সুজি বেটস ও মিতালি রাজ। চতুর্থ ক্রিকেটার হিসেবে তাদের পাশে বসলেন স্মৃতি। তবে একদিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন মান্ধানা। সবচেয়ে কম ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
১০ হাজার করতে তিন সংস্করণে মোট ২৮১টি ইনিংস খেলেন স্মৃতি। সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজ খেলেন ২৯১ ইনিংস। অন্যদিকে ১০ হাজার রান পূর্ণ করতে শার্লট এডওয়ার্ডস ও সুজি বেটসে যথাক্রমে খেলেন ২০৮ ও ৩১৪ ইনিংস।
এমএমএম