৪০ বছরের অপেক্ষার অবসান মোজাম্বিকের

সেই ৪০ বছর আগের কথা। আফ্রিকান নেশন্স কাপে মোজাম্বিক জয় পেয়েছিল ১৯৮৬ সালে। এরপর চার দশকেরও বেশি সময় অতিবাহিত হলেও মিলছিল না কাঙ্ক্ষিত জয়ের দেখা। অবশেষে অপেক্ষার অবসান ঘটল মোজাম্বিকের।
আফ্রিকা কাপ অব নেশন্সে গ্রপপর্বের ম্যাচে গ্যাবনকে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে মোজাম্বিক। এই ঐতিহাসিক জয় এনে দেন ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়োগো ক্যারিলার। এই তিন ফুটবলারই একটি করে গোল করেছেন।
এদিকে গ্যাবনের হয়ে একটি করে গোল করেন পিয়েরে এমেরিক অবামেয়াং ও অ্যালেক্স মুকেতু মুসুন্দা।
মোজাম্বিকের কাছে হারের কারণে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছে গ্যাবনের। দুই ম্যাচে কোনো জয় ছাড়াই শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। অন্যদিকে টেবিলের তিন নম্বরে অবস্থান মোজাম্বিকের। দুই ম্যাচে একটি জয়ে তারা সংগ্রহ করেছে ৩ পয়েন্ট।
এদিকে একটি ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আইভরি কোস্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ক্যামেরুন।