নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে বুমরাহ-হার্দিক!

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সফরকারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের ফেরানো হবে।
২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নাগপুর, রাইপুর, গুয়াহাটি, বিশাখাপত্তম ও থিরুভানান্থাপুরামে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে তিন ওয়ানডে। আগামী ৪-৫ জানুয়ারি ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হবে।
ফিটনেস ইস্যুতে মার্চে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল থেকে ওয়ানডে খেলেননি হার্দিক। আর ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে এই ফরম্যাটে খেলা হয়নি বুমরাহর।
চলমান বিজয় হাজারে ট্রফিতে বারোদার হয়ে খেলার কথা হার্দিকের। ওয়ানডে বিশ্বকাপের দলে বিবেচিত হতে হলে ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলতে হবে এমন শর্ত দিয়েছে বিসিসিআই। একই শর্তে রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রথম দুটি ম্যাচে খেলছেন মুম্বাই ও দিল্লির হয়ে। হার্দিককে শেষ তিন লিগ ম্যাচের দুটিতে দেখা যেতে পারে।
জানা গেছে, ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হবে ঋশাভ পান্তকে। উইকেটকিপিংয়ে দেখা যেতে পারে ইশান কিষাণ কিংবা জিতেশ শর্মাকে।
এফএইচএম/