চট্টগ্রামকে ধসিয়ে দিয়ে যা বললেন ফাহিম আশরাফ

নিজেদের প্রথম ম্যাচে মনে রাখার মতো জয় তুলে নিল রংপুর রাইডার্স। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল রংপুর। যেখানে ৭ উইকেটের জয় পেয়েছে রংপুর। বল হাতে ৫ উইকেট শিকার করে এই জয়ে বড় অবদান রেখেছেন ফাহিম আশরাফ।
পাকিস্তানের এই মিডিয়াম পেসারের সামনে থিতু হতে পারেননি নাঈম শেখ-জয়রা। তার স্লোয়ার আর নিখুঁত লাইন লেংথের কারণে ব্যাটাররা তাকে খেলতে বেশ ভুগেছেন। ৫ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কারও ওঠে ফাহিমের হাতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘আমাদের পরিকল্পনা খুবই সাধারণ ছিল। আমাদের দলীয় পরিকল্পনা হলো কন্ডিশন বুঝে সেভাবেই বল করা। আমরা সেটিই করেছি। আমার বোলিংয়ের পরিকল্পনাও সিম্পল। আমার যা আছে, সেটুকুই করার চেষ্টা করি। আজকেও তা করেছি।’
পরে রংপুরের স্কোয়াড নিয়ে ফাহিম বলেন, ‘এটা আমাদের জন্য ভালো যে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে আমাদের। মাহমুদউল্লাহ, মালান, আরও অনেকে আছে। এটা আমাদের জন্য দারুণ।’
এসএইচ/এইচজেএস